Trp Rating Chart: Which serial leads the TRP serial of the week 7th april to 19th april 2023, Balijhor Will Go Off Air This Sunday

Trp Rating Chart : টিআরপি তালিকা প্রকাশ্যে আসতেই অশনি সঙ্কেত! মাত্র দু-মাসেই শেষ ‘বালিঝড়’

রবিবার শেষ এপিসোড সম্প্রচার হবে ‘বালিঝড়’-এর। ঝোড়া,মহার্ঘ্য, স্রোতের সফর শেষ হচ্ছে মাত্র দু-মাসে। ‘বৌমা একঘর’-এর রেকর্ড ভেঙে মাত্র ৭০ পর্বের গণ্ডি ছুঁয়েই অকাল মৃত্য়ু লীনা গঙ্গোপাধ্যায়ের এই মেগার!

IPL-এর প্রভাব মেগাতেও। IPL শুরু হতেই হুড়মুড়িয়ে কমছে মেগার নম্বর। তৃণা-কৌশিক জুটি ম্যাজিক কমছে।আগের সপ্তাহের থেকে এই সপ্তাতে আরও নম্বর কমল ‘বালিঝড়’-এর।

এই সপ্তাহেও প্রথম স্থানে ‘অনুরাগের ছোঁয়া’। তাদের প্রাপ্ত নম্বর ৮.১। অন্যদিকে ‘অনুরাগের ছোঁয়া’র থেকে মাত্র ০.১ নম্বর কম পেয়ে দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী। এবার তার ঝুলিতে ৮.০ নম্বর। হারানো জায়গা ফিরে পেয়েছে ‘গৌরী এল’। তাদের এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৭.২। চতুর্থ স্থানে উঠে এসেছে ‘নিম ফুলের মধু’ সিরিয়াল। এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৭.১। ‘পঞ্চমী’ নিয়েও দর্শকের মনে উৎসাহের শেষ নেই। এই সপ্তাহে তারা পেয়েছে ৬.৫।

এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.১)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.০)

তৃতীয়- গৌরী এলো (৭.২)

চতুর্থ- নিম ফুলের মধু (৭.১)

পঞ্চম- পঞ্চমী (৬.৫)

ষষ্ঠ- রাঙা বউ/ বাংলা মিডিয়াম (৬.৩)

সপ্তম- মেয়েবেলা (৬.১)

অষ্টম- খেলনা বাড়ি (৬.০)

নবম- হরগৌরী পাইস হোটেল/ এক্কা দোক্কা (৫.৫)

দশম- গাঁটছড়া (৫.৩)

আরও পড়ুন: Pushpa 2 Poster : চোখে মুখে আগুনের ঝলক, জন্মদিনে ভয়ংকর রূপ আল্লুর!

তবে মিঠাই ভক্তদের জন্য এবারের টিআরপি তালিকা একটু হলেও মন খারাপের। বালিঝড়ের (২.৯) বিপরীতে মিঠাই (৪.৯) স্লট ধরে রাখলেও ফের ছিটকে গিয়েছে টিআরপির সেরা দশ থেকে।

টিআরপি তালিকা সামনে আসার পরেই সবার নজরে পড়েছে তৃণার পোস্ট।  এদিন মহার্ঘ্য ও স্রোতের সঙ্গে একফ্রেমে ধরা দিলেন তৃণা। তিনজনের পোশাকেই রঙ মিলান্তি। গোলাপির ছোঁয়ায় ঝলমল করছে। দুটি ছবি শেয়ার করেছেন তৃণা। প্রথমটিতে গল্পের দুই নায়কের মধ্যমণি তৃণা, দ্বিতীয়তে স্রোতের সঙ্গে মিষ্টি সেলফি। ছবির বিবরণীতে অভিনেত্রী লিখলেন, ‘শেষ চার এপিসোড’। সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দেন- ‘হ্যাপি এন্ডিং’। অর্থাৎ নায়ক-নায়িকার মিল দেখিয়েই শেষ হবে এই মেগা।

ফেব্রুয়ারি মাসের শুরুতেই সফর শুরু হয়েছিল ম্যাজিত মোমেন্টসের এই মেগার। গত দু-মাসে একবার টিআরপি তালিকায় স্লট দখল করতে পারেনি এই বিগ বাজেট মেগা। আর সেটাই কাল হয়ে দাঁড়াল ‘বালিঝড়’-এর কাছে। ‘খড়কুটো’র পর ফের একবার ‘তৃশিক’ জুটির জনপ্রিয়তাকে ক্যাশ-ইন করতে চেয়েছিল চ্যানেল। তবে লাভের লাভ হয়নি। দু-বছর পুরোনো মেগা ‘মিঠাই’-এর কাছে হেরে ভূত হয়ে বিদায় নিচ্ছে ‘বালিঝড়’।

‘বালিঝড়’-এর ভাগ্য আগেই লেখা হয়ে গিয়েছিল। আজ (বৃহস্পতিবার) টিআরপি তালিকা প্রকাশ্যে আসার পর দেখা যায় মিঠাইয়ের সঙ্গে টিআরপির পার্থক্য আরও বেড়েছে। সন্ধ্যা ৬টার স্লটে মাত্র ২.৯ টিআরপি-তে আটকে গিয়েছে ‘বালিঝড়’ যেখানে ‘মিঠাই’-এর ঝুলিতে ৪.৯ রেটিং। এই রিপোর্ট কার্ড দেখে কেউ বুঝতে বাকি রাখেনি ‘বালিঝড়’-এর কফিনে শেষ পেরেকটিও পুঁতে দেওয়া হল।

আরও পড়ুন: Rhea Chakraborty: পর্দায় ফিরছেন রিয়া, ঘোষণার পরেই ‘বেশ্যা’ বলে আক্রমণ সুশান্তের দিদির?