অসুস্থ উস্তাদ রশিদ খান। বৃহস্পতিবার সকাল থেকেই এই খবর ছড়িয়ে পড়ে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ব্রেন স্ট্রোকে হয়েছে শিল্পীর। কলকাতার একটি নামকরা বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন উস্তাদ রশিদ খান। উচ্চ রক্তচাপ রয়েছে শিল্পীর। শোনা যাচ্ছে, অনেক দিন ধরেই নাকি ঠিক মতো খাওয়াদাওয়া করতে পারছেন না তিনি। রাইলস টিউবে খাওয়ানো হচ্ছে তাঁকে। রশিদ খানের প্রস্টেট ক্যান্সার রয়েছে। গত কয়েক বছর ধরেই ক্যান্সারে ভুগছেন এই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। শুরুতে মুম্বইয়ের একটি নামী ক্যান্সার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে সেখান থেকে কলকাতায় আসেন। এরপর মাঝে মধ্যেই অসুস্থতার কথা শোনা যায় তাঁর। তবে সুস্থ হচ্ছিলেন ধীরে ধীরে।
উত্তরপ্রদেশের বাদাউনে জন্ম উস্তাদের। তিনি উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো। ছোটবেলা থেকেই গান টানত তাঁকে। প্রথম টের পেয়েছিলেন উস্তাদ গুলাম মুস্তাফা। তিনি প্রথম শিল্পীকে মুম্বই নিয়ে আসেন। গানের তালিম দেওয়ার জন্য। যদিও তাঁর প্রকৃত সাধনা তাঁর বাড়িতেই। উস্তাদ নিসার হুসেন খানের কাছে। ভোর চারটে থেকে শুরু হত তালিম। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি উস্তাদ রশিদ খান ছায়াছবিতেও গেয়েছেন। তালিকায় ‘যব উই মেট’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘মাই নেজ ইজ খান’, ‘কিসনা’, ‘রাজ ৩’ ‘মিতিন মাসি’, ‘ভদকা ডায়েরিজ’-এর মতো ছবি।