প্রয়াত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাঁওলি মিত্র। বয়স হয়েছিল ৭৪ বছর। সম্ভবত বার্ধক্যজনিত কারণেই মৃত্যু। তাঁর অন্ত্যেষ্টির পর জানানো হল মৃত্য সংবাদ।
রবিবার শীতের সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শম্ভু-তৃপ্তি মিত্রের কন্যা। তিনি নিজেও মঞ্চ দুনিয়ায় নিজস্ব ছাপ রেখে গেলেন। এ দিন দুপুরে কিরীটি মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ ইচ্ছাপত্রে ‘নাথবতী অনাথবৎ’-এর কন্যা জানিয়ে গিয়েছিলেন, দাহকার্যের পরেই তাঁর মৃত্যুর খবর যেন জানানো হয় সবাইকে। তাঁর শেষকৃত্যে হাজির ছিলেন বিশিষ্ট নাট্যকর্মী এবং রাজনীতিবিদ অর্পিতা ঘোষ।
শম্ভু মিত্রও একই ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনিও চেয়েছিলেন, মৃত্যুর পর যত দ্রুত সম্ভব তাঁর শেষকৃত্য যেন সম্পন্ন হয়। অন্ত্যেষ্টির পর যেন সকলকে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়। একই ইচ্ছা প্রকাশ করেন শাঁওলি মিত্রও।
(বিস্তারিত আসছে)