Vijay mallyas son siddharth mallya to marry his longtime girl friend Siddharth Mallya

Siddharth Mallya বিয়ে করছেন বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ, জানতে চান পাত্রী কে ?

বিয়ে করছেন শিল্পপতি বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া। হবু স্ত্রী জাসমিনের সঙ্গে ছবি শেয়ার করে সিদ্ধার্থ নিজেই জানালেন এই খবর। সিদ্ধার্থ এই ছবির ক্যাপশনে লিখলেন, ”বিয়ের সপ্তাহ শুরু হয়ে গিয়েছে।” ছবিতে দেখা গিয়েছে সিদ্ধার্থের পরনে সাদা রঙের স্যুট এবং জাসমিন পরেছেন ফ্লোরাল প্রিন্টের লং ইভনিং গাউন।

অনেকেই হয়তো জানেন না, একসময় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রেম করতেন সিদ্ধার্থ। প্রায়ই তাঁদের মুম্বাইয়ের বিভিন্ন রেস্তোরাঁয় দেখা যেত। আইপিএলের ম্যাচও একসঙ্গে দেখতেন বিজয় ও সিদ্ধার্থ। তবে তাঁদের সম্পর্ক বেশি দিন টেকেনি। সিদ্ধার্থের আচরণে বিরক্ত ছিলেন অভিনেত্রী। একসময় যখন এটা সহ্যের বাইরে চলে যায়, তখন তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।

সিদ্ধার্থ মালিয়া গত বছরের নভেম্বরে জানিয়েছেন, তিনি হ্যালোইন উৎসবে জেসমিনকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

সিদ্ধার্থ অভিনেতা ও মডেল। তাঁর বাবা বিজয় মালিয়া ইউবি গ্রুপের সাবেক চেয়ারম্যান। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণকারী সিদ্ধার্থ লন্ডন ও সংযুক্ত আরব আমিরাতে বড় হয়েছেন। পরে তিনি রয়্যাল সেন্ট্রাল স্কুল অব স্পিচ অ্যান্ড ড্রামায় যোগ দেন।

বলিউডের নায়িকাদের সঙ্গে ডেটিংয়ের জন্য বার বার খবরে আসতেন সিদ্ধার্থ। এক সময় চুটি প্রেম করেছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। এমনকী, দীপিকার সঙ্গে সিদ্ধার্থের বিয়ে প্রায় ঠিক হয়েই গিয়েছিল। কিন্তু পরে দীপিকাই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। তারপর সিদ্ধার্থের সঙ্গে নাম জুড়েছিল ক্যাটরিনা কাইফেরও। তবে সে প্রেম বেশিদিন এগোয়নি। তবে অতীতকে ভুলে সিদ্ধার্থ এখন জাসমিনের প্রেমে মজেছেন।পেশায় সিদ্ধার্থ মডেল ও অভিনেতা। তবে বলিউডে খুব একটা ছবি পান না। বরং বিদেশের মাটিতেই নানা প্রোজেক্টে কাজ করেন সিদ্ধার্থ।