অভিনয় থেকে অবসর নিতে চলেছেন বিক্রান্ত মাসে। রবিবার মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় সেকথা জানালেন অভিনেতা। মাত্র ৩৭ বছর বয়সে কেরিয়ারের শিখরে থাকাকালীন তাঁর এমন সিদ্ধান্তে অবাক ভক্তরা।
সোশ্যাল মিডিয়ায় বিবৃতির আকারে একটি পোস্ট করেন অভিনেতা। পোস্টে তিনি লেখেন, ‘গত কয়েক বছর দুর্ধর্ষ কেটেছে। আপনাদের প্রত্যেকের অসম্ভব সমর্থনের জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ। কিন্তু জীবনে এগিয়ে চলার পথে, আমি বুঝতে পারছি যে এ বার সব গুছিয়ে পরিবারকে সময় দেওয়া উচিত। এক জন স্বামী, বাবা ও ছেলে হিসেবে। এবং অবশ্যই এক জন অভিনেতা হিসেবে।’
অভিনেতা এর পরে লেখেন, ‘ফলে আগামী ২০২৫ সালে, আমাদের শেষ বারের মতো দেখা হবে। যত দিন না সঠিক সময় আসছে আবার। শেষ ২টো ছবি এবং এত বছরের স্মৃতি। সকলকে আবারও ধন্যবাদ। সমস্ত কিছুর জন্য়।’ খোলা চিঠির শেষে লেখেন, ‘চিরকালের ঋণী’। সূত্রের খবর, বিক্রান্ত আপাতত দু’টি ছবির শুটিং করছেন – ‘ইয়ার জিগরি’ ও ‘আঁখোঁ কি গুস্তাখিয়াঁ’।
বিক্রান্ত নিজের কেরিয়ারে অনেকটা পথ এসেছেন, টেলিভিশন থেকে বড় পর্দা হয়ে ওটিটি। ‘টুয়েলভথ ফেল’, ‘ব্রোকেন বাট বিউটিফুল’, ‘হসিন দিলরুবা’, ‘এ ডেথ ইন দ্য গঞ্জ’, ‘মির্জ়াপুর’ সহ অজস্র কাজ করেছেন তিনি, পেয়েছেন প্রশংসাও। এবার প্রশ্ন, এটা কি সাময়িক বিরতি না বরাবরের জন্য ফিল্মি দুনিয়া থেকে অবসর নিলেন বিক্রান্ত মাসে? তাঁর ইনস্টা পোস্টে অবশ্য ধোঁয়াশা রেখেছেন অভিনেতা। তবে অনেকে আবার মনে করছেন, এটা নেহাতই পাবলিসিটি স্টান্ট হতে পারে। বা কোনও ব্র্যান্ডের প্রচার।