Vishal Dadlani Shares Recovery Pic From Hospital

Vishal Dadlani: হাসপাতালে ভর্তি সঙ্গীত পরিচালক, কী হয়েছে, জিজ্ঞেস না করার অনুরোধ

আচমকাই হাসপাতালে ভর্তি জনপ্রিয় সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি। হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করে বিশাল নিজেই অনুরাগীদের সেখবর দিয়েছেন। তবে কিছুতেই জানাতে চাননি, তাঁর হাসপাতালে ভর্তির কারণ।

বিশাল সমাজমাধ্যমের পাতায় হাসপাতালের বিছানায় শুয়ে ছবি দিয়ে লেখেন, ‘‘কী হয়েছে জানতে চাইবেন না। এটা একটা ভুল প্রশ্ন। বরং জিজ্ঞেস করুন অভিজ্ঞতা কেমন? আমি বলব দুর্দান্ত। ডরকে কেয়া জিনা। ভাল ভাবে বাঁচো বন্ধুরা।’’ একই সঙ্গে তিনি সকলের থেকে ক্ষমাও চেয়ে নেন আচমকা এ ভাবে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। যদিও সুরকারের এ হেন পোস্ট দেখে উদ্বেগে তাঁর অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘‘কী হয়েছে আপনার?’’ কেউ আবার লিখেছেন, ‘‘আশা করছি, গুরুতর কিছু নয়।’’

সিনেমা, সিরিজে সঙ্গীত পরিচালনার সঙ্গে সঙ্গে আজকাল তাঁকে দেখা যাচ্ছে, ‘ইন্ডিয়ান আইডলের ১৪’-তে বিচারক হিসেবে। শ্রেয়া ঘোষাল ও কুমার শানুর সঙ্গে এই শোয়ের বিচারক তিনিও। বিশালের এমন পোস্ট দেখে রীতিমতো দুশ্চিন্তায় অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by VISHAL (@vishaldadlani)

শোনা যাচ্ছে, আপাতত ক’টা দিন বিশ্রামে থাকবেন সুরকার।