দুই বাংলার দর্শকের কাছেই ভীষণ পরিচিত তিনি। ২০১৩ সালে ‘আবর্ত’ দিয়ে শুরুর পর একে একে কাজ করেছেন পশ্চিমবঙ্গের প্রথম সারির প্রায় সব নির্মাতার সঙ্গেই। হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের অন্যতম সেরা অভিনেত্রীর একজন। গত এক দশকে বাংলাদেশেও নানা বৈচিত্র্যময় চরিত্রে দেখা গেছে তাঁকে। তিনি জয়া আহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নতুন ছবি পোস্ট করলেই অনেক ভক্তদের বলে ওঠেন, জয়ার বয়স বাড়ে না!
সাদা পোশাকে এ ছবি জয়া তুলেছেন কলকাতায়। লিখেছেন, ‘সাদার আভিজাত্য কখনো পুরোনো হয় না’। সাদা লেহেঙ্গার সঙ্গে কুন্দনের গয়নায় নিজেকে ব্রাইডসমেড লুকে সাজিয়েছেন তিনি। জয়া আহসান এবার কলকাতায় বিশ্ব চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি হিসেবে হাজির হচ্ছেন। ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া’র আয়োজনে প্রথমবার কলকাতায় ‘বিশ্ব চলচ্চিত্র উৎসব’ হবে। এই উৎসবে প্রধান অতিথি থাকবেন জয়া আহসান।
আরও পড়ুন: Nusrat Jahan : সৈকতে নীল বিকিনি, শরীরে আদর উষ্ণ বালির! তারকার ছবি দেখে কী বললেন নেটিজেনরা?
উৎসবটি শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর। নন্দনে এই চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া’র সর্বভারতীয় সভাপতি ও পরিচালক কিরণ সান্তারাম।
উৎসবের উদ্বোধনী দিনে বাংলাদেশের মহম্মদ রাব্বি মৃধার ‘পায়ের তলায় মাটি নাই’ প্রদর্শিত হবে। এ ছাড়া উৎসবে প্রদর্শিত হবে নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, মাসুদ পথিকের ‘মায়া’, অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ ও সুবর্ণ সেঁজুতি তুষীর স্বল্পদৈর্ঘ্য ‘রিপলস’।
উদ্বোধনী অনুষ্ঠানে জয়া আহসান ছাড়াও বাংলাদেশের পরিচালক আবু সাইয়িদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি উপস্থিত থাকবেন। আরও উপস্থিত থাকবেন ‘ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া’র সভাপতি ভি কে জোসেফ, পরিচালক অতনু ঘোষ, অভিনেত্রী গার্গী রায় চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন: শ্বাসনালিসহ শরীরের ৩০ শতাংশ অগ্নিদগ্ধ, এখনও সংকটজনক মিরাক্কেল জয়ী কমেডিয়ান Abu Hena Rony