who is steve, a new character steve in pallavi dey death mystery case , Sagnik Chakrabarty's bail application rejected in court

Pallavi Dey: পল্লবী মৃত্যুরহস্যে নয়া চরিত্র স্টিভ! কে তিনি? খারিজ সাগ্নিকের জামিনের আবেদন

অভিনেত্রী পল্লবী দের রহস্যমৃত্যুতে তাঁর সহবাসসঙ্গী সাগ্নিক চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করল আদালত। বৃহস্পতিবার আলিপুর আদাল সাগ্নিকের জামিনের আবেদন খারিজ করে ৩০ মে পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

এদিন সাগ্নিককে আদালতে পেশের পর জামিনের আবেদন করে তাঁর আইনজীবী দাবি করেন, ;পল্লবীর ময়নাতদন্তের রিপোর্টে এটি আত্মহত্যার ঘটনা বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। তাছাড়া সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনার মতো এই ঘটনায় মৃত ব্যক্তি জনপ্রিয় মুখ বলে আমার মক্কেলকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।’ পালটা সরকারি আইনজীবী দাবি করেন, গত কয়েক মাসে সাগ্নিকের সঙ্গে পল্লবীর কোটি টাকা লেনদেন হয়েছে। ১৫ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছেন তাঁরা। পল্লবীর পরিবারের অভিযোগ, তাঁদের মেয়ের উপার্জনের পয়সা হাতিয়ে তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছেন সাগ্নিক। দুপক্ষের বক্তব্য শোনার পর জামিনের আবেদন খারিজ করে ৩০ মে পর্যন্ত অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন: Baishakhi Banerjee: মাঝ রাস্তায় জামদানি শাড়ি খুলে গিয়েছিল শোভন-বান্ধবী বৈশাখীর! তারপর?

অন্যদিকে, তদন্তে নেমে পল্লবী এবং মূল অভিযুক্ত তথা পল্লবীর লিভ ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীর ফোন খতিয়ে দেখতে শুরু করে তদন্তকারী পুলিশ। আর দু’জনেরই ফোন দেখতে গিয়ে তদন্তকারী দলের কাছে একটি নাম বার বার উঠে আসে। সূত্রের খবর, সেই নামটি হল ‘স্টিভ’। সূত্রের খবর, সাগ্নিক এবং পল্লবীর বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাটেও উঠে আসে নামটি। কিন্তু কে এই স্টিভ? এবং পল্লবী-সাগ্নিকের সঙ্গেই বা তাঁর কী যোগ রয়েছে?

সূত্রের খবর,  যে বেআইনি কলসেন্টার সাগ্নিক চালাতেন সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলে প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, স্টিভ আর কেউ নন খোদ সাগ্নিকই। পুলিশ সূত্রে খবর, সাগ্নিকের কল সেন্টারের সঙ্গে অস্ট্রেলিয়ার যোগ রয়েছে। এবং অস্ট্রেলিয়ার পরিচিতদের কাছে সাগ্নিক নিজেকে স্টিভ বলেই পরিচিত দিতেন বলেই মনে করছেন তদন্তকারীরা। তবে সাগ্নিক এই নাম শুধু অস্ট্রেলিয়াতে ব্যবহার করতেন, না অন্য কাজেও ব্যবহার করতেন, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: Bidisha De Majumder: একসঙ্গে রাত কাটালেও ‘আই লাভ ইউ’ বলিনি কোনওদিন, বললেন বিদিশার ‘প্রেমিক’