আগামী জানুয়ারিতে তাঁর শপথগ্রহণ। কিন্তু এখন থেকেই শুরু হয়েছে ট্রাম্পের হুঁশিয়ারি দেওয়ার পালা। শনিবার বর্ষীয়ান রিপাবলিকান নেতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির উপরে। প্রসঙ্গত, ৯ সদস্যের ব্রিকসে রয়েছে ভারতও। ২০০৯ সালে আন্তর্জাতিক মঞ্চ হিসাবে আত্মপ্রকাশ হয়
Kash Patel: ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে এফবিআই প্রধানের দায়িত্ব দিলেন ট্রাম্প
জল্পনা ছিলই, তা সত্যি হল। গুজরাটি কাশ্যপ প্যাটেলকে FBI-এর মাথায় নিয়ে এলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। প্রশাসনিক থেকে অন্যান্য সবমহলে তিনি ‘কাশ’ নামেই বেশি পরিচিত। সোশ্যাল মিডিয়ায় কাশ্যপ প্যাটেলকে FBI-এর শীর্ষকর্তা হিসেবে ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘কাশ একজন চমৎকার আইনজীবী। উনি আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী এক যোদ্ধা। দুর্নীতি
Canada: নিজ্জর ঘনিষ্ঠ খলিস্তানি জঙ্গি অর্শদীপের জামিন, ভারতে প্রত্যর্পণের দাবি গুরুত্ব দিল না কানাডা
গ্রেফতারির তিন সপ্তাহের মধ্যেই জামিন পেয়ে গেলেন খলিস্তানপন্থী সন্ত্রাসী অর্শদীপ সিংহ গিল ওরফে অর্শ ডাল্লা। কানাডার আদালত তাঁর জামিন মঞ্জুর করেছে। অর্শদীপের গ্রেফতারির পরই তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগী হয়েছিল ভারত সরকার। কিন্তু তার মধ্যেই তাঁর জামিন মঞ্জুর হওয়ায় ভারতের উদ্বেগ বাড়ল বলেই মনে করছেন অনেকে। অর্শদীপকে ৩০