শুভ কাজের আগে তারকাদের তিরুপতি দর্শনের প্রথা নতুন নয়। এবার নতুন শুরুর আগে যশ-নুসরত (Yash, Nusrat) ছুটলেন বালাজি দর্শনে। সোমবারই তিরুপতিতে পৌঁছেছেন তারকাজুটি। বুধবার সেখান থেকেই সকলকে চমকে দিলেন নতুন খবর দিয়ে।
যশ-নুসরত বর্তমানে তাঁদের প্রযোজানা সংস্থা YD ফিল্মস-এর কাজে ব্যস্ত। সেই সংস্থার ব্যানারেই তৈরি হচ্ছে তাঁদের নতুন সিনেমা ‘আড়ি’। যে ছবির প্রস্তুতি আপাতত তুঙ্গে। হাতে আর মাত্র কয়েকটা দিন। ডিসেম্বর মাসেই ‘আড়ি’র শুটিং শুরু করতে চলেছেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। আর তার প্রাক্কালেই পৌঁছে গিয়েছেন অন্ধপ্রদেশের তিরুপতি মন্দিরে বালাজি দর্শনে। মনোবাঞ্ছা পূরণের জন্য একসঙ্গে পুজো দিয়ে মন্দির চত্বরেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন যুগলে।
ছবিতে দেখা যাচ্ছে, তিরুপতি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন যশ-নুসরত। তাঁদের হাতে ‘আড়ি’ ছবিটির চিত্রনাট্য। পুজো দেওয়ার জন্য নুসরতের পরনে রয়েছে ঘিয়েরঙা শাড়ি। অন্য দিকে যশের পরনে সাদা পাঞ্জাবি এবং দক্ষিণী সোনালি পাড় সাদা ধুতি, সঙ্গে মানানসই উত্তরীয়। অন্য একটি ছবিতে দু’জনকে একসঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন করতেও দেখা গিয়েছে।
গত কয়েক বছরে বাংলায় মূল ধারার বাণিজ্যিক ছবি কোণঠাসা। সেখানে ‘সেন্টিমেন্টাল’-এর মাধ্যমে বাণিজ্যিক ছবিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন যশ এবং নুসরত। এ বার জুটির পরবর্তী ছবি ‘আড়ি’তে থাকছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। মা ও ছেলের সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে দর্শক যশ-নুসরতকে নতুন ভাবে আবিষ্কার করবেন।
সূত্রের খবর, সোমবার তিরুপতিতে পৌঁছন যশ-নুসরত। এবার ভিন্নস্বাদের গল্প, তাই প্রযোজক হিসেবে কোনওরকম ফাঁক রাখতে চাইছেন না যশ-নুসরত। তাই শুভ কাজের আগে তিরুপতি বালাজির দর্শনে পৌঁছে গিয়েছেন তাঁরা। বুধবারই দম্পতির কলকাতা ফেরার কথা।