হিজাব ইস্যুতে এবার মুখ খুললেন মিস ইউনিভার্স 2021 হরনাজ সান্ধু (Harnaaz Sandhu On Hijab Row) ৷ সমাজের কাছে তাঁর আর্জি, “মেয়েদের নিশানা করবেন না ৷ তাঁদের নিজের মতো করে বাঁচতে দিন ৷”
বিদেশের মাটিতে খেতাব (Miss Universe 2021) জেতার পর সম্প্রতি দেশে ফিরেছেন হরনাজ। সেই উপলক্ষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। প্রথমেই তিনি জানান, রাজনৈতিক কোন প্রশ্নের কোনও উত্তর তিনি দেবেন না। তার পরেও হিজাব নিয়ে প্রশ্ন করায় কিছুটা বিরক্তি ধরা পড়ে তাঁর চোখে মুখে। এক সময় তিনি এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন, তার পরেও তাঁকে জোরাজুরি করা হলে তিনি জানান, ‘‘সত্যি বলতে কি, সবসময় মেয়েদেরই নিশানা করা হয়। দেখুন, এখনও আমাকে নিশানা করা হচ্ছে”।
আরও পড়ুন: Abhishek Chatterjee: ফিরে দেখা অভিষেক চট্টোপাধ্যায়ের জীবনের সেরা সিনেমাগুলি
এরপরই হিজাব ইস্যু নিয়ে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, ‘হিজাব বিতর্কে মেয়েদেরই নিশানা করা হচ্ছে। মেয়েদের বাঁচতে দিন, যে ভাবে চায় সে ভাবে বাঁচতে দিন। ডানা মেলে উড়তে দিন। ওর নিজের ডানা। আপনি কাটার কে! ডানা যদি কাটতে হয়, নিজের কাটুন।’’
Miss Universe Harnaaz Sandhu About Hijab #MissUniverse #HarnaazSandhu #Hijab #HijabMovement #HijabRow #India #Karnataka pic.twitter.com/22KpLqiQI4
— Abdul Hafeez (@Bangalore_Voice) March 26, 2022
এর আগে হিজাব নিয়ে মুখ খুলেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। এক টুইট বার্তায় লিখেছেন, ‘হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়াবহ।’ সেইসঙ্গে মুসলিম মহিলাদের যাতে কোণঠাসা করে না দেওয়া হয়, সেজন্য ‘ভারতীয় নেতাদের’কাছে আর্জিও জানান তিনি।
প্রসঙ্গত হিজাব ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। হিজাব নিয়ে কর্ণাটক আদলতের রায়ে বলা হয়েছে ‘ধর্ম চর্চায় হিজাব অপরিহার্য নয়’। আদালতের এই মন্তব্য নিয়েও বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি সুপ্রিম কোর্টেও পৌঁছেছে।
আরও পড়ুন: Chris Rock-Will Smith: চড় খেয়েও উইলের বিরুদ্ধে পুলিশে নালিশ জানালেন না সঞ্চালক ক্রিস