Anirban Bhattacharya and Madhuriama may take decision to take divorce

Anirban Bhattacharya:ডিভোর্স হতে চলেছে অনির্বাণ-মধুরিমার! গুঞ্জন টলিপাড়ায়

টলিউডের বেশ প্রভাবশালী অভিনেতা এবং বলা চলে একাধারে বর্তমানে সকল বাঙালি মেয়েদের ক্রাশ অনির্বাণ অনির্বাণ। তার বিয়ে হয়েছে বেশ কিছুসময় আগে তাদের নাটকের সহকর্মী মধুরিমা গোস্বামীর সঙ্গে। তাদের সম্পর্ক নিয়ে ছিল বহু বিতর্ক। তবে এবার টলিপাড়ার গুঞ্জন তাদের নাকি বিচ্ছেদ হতে চলেছে। টলিপাড়ায় কান পাতলেই শুনতে পাওয়া যাচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মধুরিমা গোস্বামীর মধ্যে নাকি দুরত্বের সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে স্পিকটি নট পরিচালক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

শোনা যাচ্ছে, বিয়ের পর পরই তাঁদের মধ্যে বনিবনা খুব একটা ছিল না। অথচ বিয়ের অনেক আগে থেকেই মধুরিমা ও অনির্বাণের গদগদ প্রেম ছিল। কিন্তু হঠাৎ করে যে অনির্বাণ বিয়ে করে নেবেন সেটা অনেকেই অনুমান করতে পারেননি। কারণ সেই সময় অনির্বাণের সঙ্গে সোহিনী সরকারের সম্পর্কের গুজব শোনা যাচ্ছিল।অনির্বাণ বা মধুরিমা দুজনের সোশ্যাল মিডিয়াতেই বিয়ের পর থেকেই কোনও ছবি নেই।

দূরত্ব মানেই বিচ্ছেদ নয়। সম্পর্কে থাকলে তো সমস্যা হবেই। তবে সমস্যা হয়েছে সেই কারন স্পষ্ট হলেও। ঠিক কি কারনে এই মনমানিল্য তা এখনও সামনে আসেনি। বিভিন্ন সাংবাদিক সম্মেলনেও এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলেও এড়িয়ে যান অভিনেতা।অনির্বাণ বরাবরই তার ব্যাক্তিগত জীবন সমাজ মাধ্যম থেকে দূরে রাখেন। এমনকি তিনি তার বিয়ের ছবি ছাড়া তার স্ত্রীয়ের সঙ্গে অন্য কোন ছবি শেয়ার করেননি। এমনকি তাদের বিয়েতেও ছিল না কোন জাকজনক। তবে যতক্ষণ বা অনির্বাণ, মধুরিমা এই বিষয়ে মুখ খুললেন আসল সত্যতা জানা সম্ভব হবে না।