অবশেষে একাকীত্ব ঘুচল। রাফিয়াত রাশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের প্রায় আট বছর পর সংসারী হলেন বাংলাদেশি তারকা তাহসান রহমান খান, এমনটাই শোনা গিয়েছে। ওপার বাংলার জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে মন দিয়েছেন তাহসান। তার সঙ্গেই নতুন জীবনের অঙ্গীকার করলেন। সোশাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি। আর ক্যাপশনে লিখলেন মনের কথা।
শুক্রবার প্রথম অভিনেতা, সঙ্গীতশিল্পীর বিয়ের খবর জানাজানি হয়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল গায়ে হলুদের ছবি। সেই সময় তিনি বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, শনিবার সন্ধ্যায় জানাবেন। দেওয়া কথা রেখেছেন তাহসান। নির্দিষ্ট সময়ে নবদম্পতির ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। রোজার হাতে হাত রেখেই যেন নিজেকে হারালেন প্রেমদরিয়ায়। আর ক্যাপশনে লিখলেন নিজের গানের কথা,
‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’
বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নবদম্পতিকে সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান, শবনব ফারিয়া প্রমুখ। জানা গিয়েছে, রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। নিউইয়র্কে পড়াশোনা তাঁর। সোশাল মিডিয়ায় খুবই জনপ্রিয় রোজা। বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’কে তাহসান জানিয়েছেন, তাঁর স্ত্রী নিউইয়র্কে পড়াশোনা করেছেন। ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আন্তর্জাতিক মানের রূপটান শিল্পী।
উল্লেখ্য, প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাঁরা কন্যাসন্তানের মা–বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদ ঘোষণা করেন তাহসান। ২০১৯ সালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা। এবার তাহসান রোজার সঙ্গে নতুন জীবনের পথে পা বাড়ালেন।