বেকারত্বের সমস্যা মোকাবিলার প্রয়াসে হরিয়ানা সরকার রবিবার (১৬ জানুয়ারী, ২০২২) রাজ্যের স্থানীয়দের জন্য বেসরকারি ক্ষেত্রে ৭৫ শতাংশ সংরক্ষণ বাধ্যতামূলক করেছে। সংবাদ সংস্থা আইএএনএস-এর মতে, একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিতে সরকার একটি আইন প্রয়োগ করেছে যা রাজ্যের চাকরি প্রার্থীদের বেসরকারি খাতে ৭৫ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছে।
আইনটি কার্যকর হওয়ার পরই উপ-মুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা বলেছেন, “যুবকদের জন্য একটি ঐতিহাসিক দিন কারণ এখন থেকে হরিয়ানার যুবকদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সমস্ত বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান, ট্রাস্ট, সমিতিতে এবং রাজ্যে প্রতিষ্ঠিত শিল্পগুলিতেও।”
এক সর্বভারতীয় সংবাদ সংস্থার মতে, একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিতে সরকার একটি আইন প্রয়োগ করেছে। যাতে রাজ্যের চাকরি প্রার্থীদের বেসরকারি খাতে ৭৫ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উক্ত আইন কার্যকর হওয়ার পরেই উপ-মুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা বলেছেন, ‘যুবকদের জন্য একটি ঐতিহাসিক দিন কারণ এখন থেকে হরিয়ানার যুবকদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে সমস্ত বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠান, ট্রাস্ট, সমিতিতে এবং রাজ্যে প্রতিষ্ঠিত শিল্পগুলিতেও।’
এই বিষয়ে, শ্রম বিভাগ একটি হেল্পলাইন নম্বরের পাশাপাশি একটি পোর্টালও তৈরি করেছে। সংস্থাগুলিকে এখন পোর্টালে তাদের শূন্যস্থান দেখাতে হবে, যা সরকার দ্বারা ক্রমাগত পর্যবেক্ষণ করা হবে। এছাড়াও, গত বছরের নভেম্বরে বিজেপি-জেজেপি সরকার বেসরকারি সেক্টরে স্থানীয়দের জন্য ৭৫ শতাংশ চাকরি সংরক্ষণ বাস্তবায়নের জন্য বিজ্ঞপ্তি দিয়েছিল। সেখানে ৩০,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতনের উচ্চসীমা-সহ বেসরকারী খাতে স্থানীয় যুবকদের জন্য সংরক্ষণের কথার উল্লেখ ছিল। আইনটি আগামী ১০ বছরের জন্য প্রযোজ্য হবে।