রঙের উৎসবে রং খেলায় মাতবেন না তা কখনও হয় ! তবে, সমস্যা একটাই । রঙের প্রভাবে চুল (Hair) আর ত্বকে (Skin) বারোটা বেজে যায় । শ্যাম্পু, সাবান কোনও কিছুতেই কোনও লাভ হয় না । ফলে ত্বক রুক্ষ হয়ে যায়, চুলে খুশকির (Dandroff) সমস্যা দেখা দেয় । সেক্ষেত্রে এবারে দোল খেলার আগে ও পরে ত্বক ও চুলের জন্য কিছু প্রস্তুতি নিয়ে রাখুন । আপনাদের জন্য রইল কিছু টিপস ।
রং খেলার আগে
- ত্বক ও চুল ভাল রাখার জন্য ভেষজ রং (Herbal Colour) ব্যবহার করুন । প্রাকৃতিক বা জৈব পদ্ধতিতে তৈরি রং দিয়ে খেললে রং ধুয়ে ফেলা সহজ হবে । আর ত্বক ও চুলও ভাল থাকবে ।
- রং খেলার আগে অবশ্যই ত্বক এবং চুলে তেল (Oil) লাগান । এগুলো রঙে থাকা রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করবে ও রং তাড়াতাড়ি ধুয়ে যাবে ।
- রং খেলার আগে নখে গাঢ় রঙের নেলপালিশ (Nailpolish) লাগিয়ে নিলে নখে আর রং লাগবে না । আর ঠোঁটে যাতে রং না লাগে, তার জন্য উপযোগী হল লিপবাম । লিপবাম লাগালে ঠোঁটে আর রং লেগে থাকবে না ।
- রং খেলার জন্য এমন কাপড় পরা উচিত যা শরীরের অধিকাংশ অংশ ঢেকে রাখে । হাই-নেক বা ফুল স্লিভ জামাকাপড় পরে হোলি খেলতে বেরোতে পারেন । শরীরের যতটা অংশ কাপড় দিয়ে ঢাকা থাকবে, রং তোলার চিন্তা ততটাই কমবে । আর তা ত্বকের জন্য ভাল । পোশাকের ক্ষেত্রে সুতি বেছে নেওয়াই ভাল ।
আরও পড়ুন: Eye Makeup Tips: এই ক্রিসমাসে আই মেকআপ করুন একটু অন্যভাবে
রং খেলার পরে
- রং তোলার সময় ত্বক খুব বেশি ঘষবেন না । প্রথমে চুল পরে শরীর থেকে সব রং ধুয়ে ফেলুন । লেবুর রস, দই এবং চন্দন পাউডারের মিশ্রণ দিয়ে একটা প্যাক তৈরি করুন । এরপর তা রং লাগা অংশে লাগিয়ে হালকা হাতে ঘষবেন । সব রং ধুয়ে যাবে।
- এছাড়া, রং দূর করতে অলিভ অয়েল, ভিটামিন ই বা নারকেল তেল ব্যবহার করুন ।
- দোলের আগের দিন কখনই শ্যাম্পু করবেন না। চুলের গোড়া শুষ্ক থাকলে রঙ আরও বসে থাকবে। চটজলদি উঠবে না।
- চোখে যাতে রঙ যা ঢোকে সেদিকে নজর রাখবেন। এর জন্য সানগ্লাস ব্যবহার করতে পারেন।
- প্রচুর জল, এমনকী ডাবের জল খেতে পারেন। এর ফলে শরীরও সারাদিন হাইড্রেটেড থাকবে। সহজে ক্লান্ত হয়ে পড়বেন না।
আরও পড়ুন: BB cream vs CC cream: জেনে নিন আপনার ত্বকের জন্য কোনটা ঠিক?