শুরু হয়ে গিয়েছে উৎসবের আমেজ। রাত পোহালেই বড়দিনের আনন্দ (Christmas Tree)। মূলক ২৪ তারিখ রাত থেকে শুরু হয়ে যায় আনন্দ। এই সময় অধিকাংশ বাড়িতে ক্রিসমাস ট্রি রেখে থাকেন। বর্তমানে বাজারে বিভিন্ন মাপের ক্রিসমাস ট্রি পাওয়া যায়। পছন্দসই ক্রিসমাস ট্রি প্রায় সকলেই কিনে আনেন। এর ওপর কেউ ঝোলান এক্সমাস বল, তো কেউ লাগান লাইট। আজ রইল বিশেষ কয়টি টোটকা। এবছর আপনার এক্সমাস ট্রি নজর কাড়ুক সকলের। ছোট ছোট কয়টি জিনিস দিয়ে সাজিয়ে ফেলুন এই গাছ। গাছ সাজাতে অবশ্যই কিনুন এই সকল উপাদান। দেখে নিন কী কী।
ক্যান্ডি খ্রিস্টমাস ট্রি বানাতে গেলে প্রথমে, সবুজ গাছের বদলে একটি সাদা খ্রিস্টমাস ট্রি বেছে নিন। এরপর একটি ড্রাই ক্যান্ডি বেতের গায়ে ক্যান্ডি, রঙিন বল এবং ক্যান্ডিতে ভরা নানা অলঙ্কার দিয়ে তা পূর্ণ করুন। তারপর সৌন্দর্য বৃদ্ধির জন্য ক্যান্ডি ট্রি মাথায় সোনালি রঙের বলের ব্যবহার করতে পারেন।
ক্রিসমাস বেল লাগান অবশ্যই। বড়দিনের সঙ্গে এই বেলের ইতিহাস জড়িত আছে। বিভিন্ন মাপের ও বিভিন্ন নকশার বেল পাওয়া যায়। পছন্দসই কিনে ফেলুন। গাছ ভরে দিন এই বল দিয়ে।
আরও পড়ুন: Cleaning Tips: গরমকালে বাড়িতে আরশোলার উপদ্রব কমবে এই ৩ টোটকায়
ক্রিসমাস রিবন কিনতে ভুলবেন না। বিভিন্ন রঙের ও বিভিন্ন নকশরা ক্রিসমাস রিবন পাওয়া যায়। এবার পছন্দসই কিনে ফেলুন একটি। গাছের তলায় রেখে দিন উপহারের বক্স।
অনেকে শুধু টুনি লাইট ব্যবহার করে ক্রিসমাস ট্রি সাজিয়ে থাকেন। এবার বিভিন্ন ডিজাইনের ক্রিসমাস লাইট কিনুন। স্টার, বল থেকে শুরু করে নানান ডিজাইনের ক্রিসমাস লাইট পাওয়া যায়। কিনে ফেলুন এমন একটি।
মোজা ঝোলাতে যেন ভুলবেন না। প্রচলিত ধারণা অনুসারে সান্তা বুড়ো এই মোজাতে উপহার দিয়ে যান। তাই ক্রিসমাস ট্রি সাজানোর উপকরণ কেনার সময় দেখে নিন মোজা কিনেছেন কিনা। লাল রঙের বিভিন্ন নকশার মোজা পাওয়া যায়। পছন্দসই কিনে নিন। ক্রিসমাস ট্রে-তে ঝুলিয়ে দিন সান্তার টুপি। এতে দেখাবে আকর্ষণীয়।
আরও পড়ুন: Christmas Gifts: সাধ্যের মধ্যেই সাধপূরণ, রইল কয়েকটি সাশ্রয়ী ‘সান্তা’ উপহারের আইডিয়া