Musty-smelling clothes in monsoon? Get rid of the Clothes Smell with these easy hacks

Clothes Smell: বর্ষার দিনে জামা-কাপড়ে বোঁটকা গন্ধ? জেনে নিন দূর করার টোটকা

গরম থেকে স্বস্তি পেলেও, এই হঠাৎ বৃষ্টি কিন্তু বেশ বিরক্তিকর। রাস্তাঘাটে কাদা, ভিজে জামাকাপড়, আর সঙ্গে জামাকাপড়ে বোঁটকা গন্ধ (Clothes Smell)! বর্ষাকালে জামা কাপড়ের এই বোঁটকা গন্ধ(Musty-smelling) খুব সহজেই দূর করা যায়। কীভাবে করবেন? রইল টিপস।

১) বৃষ্টিতে ভিজে যাওয়া জামা কাপড় কখনও ফেলে রাখবেন না। বরং বাইরে থেকে এসে জলে ভিজিয়ে রাখুন। এতে গন্ধ হবে না।

২) অনেকেই বৃষ্টির দিনে ঘরের ভিতর ফ্যান চালিয়ে জামাকাপড় শুকিয়ে নেন। রোদ না পাওয়ায় এতে জামায় বোঁটকা গন্ধ হয়। এই হাত থেকে বাঁচতে একটি বোতলে অল্প পরিমাণ ভডকা ঢালুন। সঙ্গে খানিকটা জল মেশান। এ বার কাচা জামার উপর অল্প অল্প করে স্প্রে করে দিন। দেখবেন গন্ধ উধাও।

৩) বর্ষায় বাইরে বৃষ্টি পড়লে ঘরের মধ্যে কাপড় শুকাতে হয়। সে ক্ষেত্রে চেষ্টা করুন পাখার নিচে দেওয়ার। যে ঘরে কাপড় শুকাবেন, তার জানলা দরজা খোলা রাখুন। ঘরে যেন হাওয়া-বাতাস আসে। তবে, শোবার ঘরে কাপড় শুকাতে দেবেন না। ভিজে কাপড়ের আর্দ্রতা বাড়াতে পারে সর্দি-কাশির সমস্যা।

আরও পড়ুন: Summer Home Decor: গরমকালে অন্দরসজ্জা আরও আরামদায়ক করে তুলুন এইভাবে

৪)কাপড় জামা শুকিয়ে যাবার পরে ইস্তিরি করে নিন। এতে কাপড় সমান হবে, জীবাণুও মরবে।

৫) ডিটারজেন্টে জামাকাপড় ভেজানোর সময় জলে বেকিং সোডা ও এক চামচ ভিনিগার মিশিয়ে দিন। দেখবেন এতে জামাকাপড় ফ্রেশ থাকবে।

৬) আলমারি, ওয়ার্ড্রোব, আলনার তাকে ন্যাপথলিন অবশ্যই রাখুন।

৭) কাপড় পরার সময়ে তাতে স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ ছাড়লে সেই কাপড় পরবেন না। সুগন্ধি দিয়ে সেই দুর্গন্ধ (Clothes Smell)ঢাকলেও জীবাণু মরবে না।

আরও পড়ুন: Kitchen Hacks: মাইক্রোওয়েভে দূর্গন্ধ দূর করতে নাজেহাল? রইল টিপস…