2 Year old girl died after falling into hot sambar vessel in her birthday

অভিশপ্ত জন্মদিন! বাবা-মা ব্যস্ত অতিথি আপ্যায়নে, গরম ডালের বাটিতে পড়ে মৃত্যু শিশুর

২ বছরের একরত্তির জন্মদিন ঘিরে উৎসাহ ছিল চরমে। কিন্তু সেই জন্মদিন হয়ে গেল অভিশপ্ত। গরম ডালের বাটির মধ্যে পড়ে মৃত্যু হল ছোট্ট মেয়েটির। স্বাভাবিক ভাবেই এমন এক মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ এলাকা। ঘটনা অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh)।

পুলিশ সূত্রে খবর, গত রবিবার তেজস্বী নামে শিশুকন্যার দু’বছরের জন্মদিন উপলক্ষে ভূরিভোজের আয়োজন করেছিলেন শিব ও ভানুমত নামে এক দম্পতি। বাড়িতে খাবার তৈরির আয়োজন চলছিল। সবাই ব্যস্ত ছিলেন। বাবা-মা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত। বাচ্চাটি খেলছিল একটি চেয়ারে বসে। হঠাৎ চেয়ার সুদ্ধ শিশুটি গিয়ে পড়ে পাশে থাকা গরম সম্বরের কড়াইয়ে।

আরও পড়ুন: ABG Shipyard: ২ হাজার ৮৪২ কোটি! দেশের সর্ববৃহৎ ব্যাংক জালিয়াতি মোদীর রাজ্যের

দৌড়ে আসেন সবাই। দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরের ৯০ শতাংশ গরম সম্বরে পুড়ে গিয়েছিল। চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো যায়নি। সোমবার মৃত্যু হয় তার। দুর্ঘটনায় মৃত্যুর একটি মামলা দায়ের করেছে পুলিশ। কী ভাবে বাচ্চাটি ফুটন্ত সম্বরের কড়াইয়ে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: Transgender Marriage: প্রেমদিবসেই সাতপাকে বাঁধা পড়লেন রূপান্তরকামী যুগল