সংস্কারের পর দিনকয়েক আগেই চালু করা হয়েছিল ঐতিহাসিক ব্রিজ। গুজরাটে সেই ঝুলন্ত সেতু ভেঙে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকারীরা। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
গুজরাটে মৌরবি জেলার মচ্ছু নদীর উপর সেই ঐতিহাসিক ঝুলন্ত ব্রিজ ছিল। পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল ১০০ বছরের সেই পুরনো ব্রিজ। দীপাবলির আগেও সংস্কারের কাজও হয়েছিল। তারপর জনসাধারণের জন্য সেতু খুলে দেওয়া হয়েছিল। রবিবার সন্ধ্যায় ওই ঝুলন্ত সেতু হুড়হুড়িয়ে ভেঙে পড়ে। ওই সময় সেতুর উপরে থাকা সকলেই ছিটকে নদীতে পড়ে যান। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সেতু ছিঁড়ে পড়ায় নদীতে অন্তত ৪০০ জন পড়ে গিয়েছেন।
আরও পড়ুন: সুনকের সঙ্গে মোদির সাক্ষাৎ সম্ভাবনা আগামী মাসেই, হতে পারে বৈঠকও
#WATCH | Several people feared to be injured after a cable bridge collapsed in the Machchhu river in Gujarat's Morbi area today. Further details awaited. pic.twitter.com/hHZnnHm47L
— ANI (@ANI) October 30, 2022
প্রসঙ্গত, বর্তমানে গুজরাট সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সফরের মধ্যেই ঘটল এই দুর্ঘটনা। সেতু ছিঁড়ে পড়ার খবর আসতেই ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের কর্তা-ব্যক্তিরা। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধার কাজ। প্রশাসনের পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগিয়েছেন এলাকাবাসীরাও। সংস্কারের পাঁচ দিনের মধ্যে কী ভাবে ঝুলন্ত সেতু ছিঁড়ে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু করেছে গুজরাট প্রশাসন।
প্রাথমিকভাবে প্রশাসনের তরফে জানানো হয়েছিল, ঝুলন্ত সেতু ভেঙে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। পরে গুজরাট পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) আশিস ভাটিয়া বলেছেন, ‘আপাতত উদ্ধারকাজ চলছে এবং অনেক মানুষকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে মৃতের সংখ্যা ৬০ -র আশেপাশে পৌঁছে গিয়েছে। সেই সংখ্যাটা আরও বাড়তে পারে।’
ইতিমধ্যে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু দু’লাখ টাকা এবং আহতদের মাথাপিছু ৫০,০০০ টাকা আর্থিক অনুদানের ঘোষণা করা হয়েছে। পৃথকভাবে আর্থিক অনুদানের ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও। মৃতদের পরিবারপিছু চার লাখ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা অনুদান প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Cylinder Blast: ছটপুজোয় প্রসাদ বানাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ, আহত অন্তত ৩০