7 soldiers dead, many hurt as Army vehicle falls into Shyok river in Ladakh

Ladakh: লাদাখের নদীতে পড়ল সেনাবাহী ট্রাক, মৃত সাত জওয়ান, রয়েছেন এ রাজ্যের এক বাসিন্দাও

লাদাখের রাস্তা থেকে শ্যাওক নদীতে পড়ল একটি সেনাবহনকারী ট্রাক। এই দুর্ঘটনায় মারা গিয়েছেন সাত জওয়ান। পারতাপুরের ক্যাম্প থেকে যাওয়ার এই দুর্ঘটনা হয়। এই ঘটনা শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনাবাহিনীর এক কর্তা জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টা নাগাদ একটি ট্রাক সেনাদের নিয়ে যাচ্ছিল। পারতাপুরের ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরে যাওয়ার সময় ট্রাকটি শ্যাওক নদীতে পড়ে যায়। সেই সময় ট্রাকে ২৭জন সেনাকর্মী ছিলেন। আনুমানিক প্রায় ৫০ ফুট নীচে পড়ে যায় ট্রাকটি।

সেনার তরফ থেকে জানানো হয়েছে, ২৬ জন সৈন্যের একটি দল পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরের একটি ফরওয়ার্ড পজিশনে যাচ্ছিল। আনুমানিক সকাল ৯টায়, থোয়াইজ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে এবং শ্যাওক নদীতে পড়ে (প্রায় ৫০-৬০ ফুট নিচে), যার ফলে সব যাত্রী আহত হয়।

আরও পড়ুন: Kedarnath Yatra: ভারী বৃষ্টির সতর্কতা, কেদারনাথ যাত্রা সাময়িকভাবে স্থগিত

তারা আরও জানায়, এখনও পর্যন্ত সাতজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যরাও গুরুতর জখম হয়েছে। আহতদের শ্রেষ্ঠ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চলছে, এর মধ্যে গুরুতর আহতদের ওয়েস্টার্ন কমান্ডে স্থানান্তর করার জন্য বিমান বাহিনীকে অনুরোধ করা হয়েছে।

মৃত সাত সেনা জওয়ানের মধ্যে রয়েছেন এ রাজ্যের এক বাসিন্দাও৷ মৃত সেনা জওয়ানের বান বাপ্পা খুটিয়া (৩২)৷ তিনি পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর টাউন থানা এলাকার বারবেটিয়ার বাসিন্দা৷ গতকাল গভীর রাতেই বাপ্পার মৃত্যুসংবাদ এসে পৌঁছয় খড়্গপুরের বাড়িতে৷ ঘটনার খবর পাওয়ার পর থেকেই গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷ ছুটি কাটিয়ে গত ২৭ এপ্রিল সেনাবাহিনীতে ফিরে গিয়েছিলেন বাপ্পা। সম্প্রতি গুজরাট থেকে সিয়াচেনে পোস্টিং হয় তাঁর।

এই দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করে একটি টুইট করেন। তিনি লেখেন, ‘লাদাখে আমাদের সাত জন সাহসী সেনার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শোকাহতদের জন্য আমার আন্তরিক সমবেদনা।’

শোকপ্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লেখেন, ‘লাদাখে বাস দুর্ঘটনায় আমরা আমাদের সেনাদের হারিয়েছি। শোকগ্রস্ত পরিবারের পরিবারের প্রতি আমার সমবেদনা। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।’

আরও পড়ুন: Uttarakhand Minister: নাতনিকে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশ ডেকে আত্মঘাতী প্রাক্তন মন্ত্রী