কর্ণাটকের টুমকুর জেলার পাভাগাদা এলাকায় বাস দুর্ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, বেসরকারি বাসে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। যাঁদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী বহন করছিল বাসটি। দ্রুত গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারান চালক। যার জেরে যাত্রী-সহ রাস্তার ধারে উলটে যায় বাসটি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ইতিমধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজন ছাত্র। জখম অন্তত ২০ জন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, আহত হওয়া কয়েকজনের অবস্থা সংকটজনক। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, উলটে যাওয়া বাসের ভিতরে কয়েকজন আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তারাই উদ্ধারকার্য শুরু করেন। এরপর পুলিশ-প্রশাসনেও খবর দেওয়া হয়। তারা এসে উদ্ধারকার্য শুরু করে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বাস কমপক্ষে ৬০ জন যাত্রী ছিল। এদের মধ্যে অধিকাংশই পড়ুয়া। সাতসকালেই ফাঁকা রাস্তায় রেষারেষি করছিল যাত্রীবোঝাই বাসটি। আচমকাই বাসটি ব্রেক কষে, টাল সামলাতে না পেরে উল্টে যায় বাসটি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসের গেটেও যাত্রী ঝুলছিল। দ্রুতগতিতে ধেয়ে আসছিল বাসটি। আচমকাই কোনও কারণে ব্রেক কষে বাসটি। সঙ্গে সঙ্গে উল্টে যায় বাসটি। গেটের সামনে যারা ঝুলছিলেন, তারা ছিটকে রাস্তায় পড়েন। অনেকে বাসের নীচেও চাপা পড়ে যান। ভিতরে থাকা যাত্রীদের দেহও তালগোল পাকিয়ে গিয়েছে। দরজা-জানলা কেটে বের করা হচ্ছে দেহগুলিকে।
শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও। বাসের চালক মদ্যপ ছিলেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তবে বাসের যান্ত্রিক গোলযোগের বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই দাবি করেছে পুলিশ।
Deeply anguished to hear about the loss of lives in a bus accident in Tumkur, Karnataka. My heartfelt condolences to the bereaved families. Prayers for the speedy recovery of the injured.
— Vice President of India (@VPSecretariat) March 19, 2022
A tragic incident took place in #Karnataka's Tumkur district.
At least 8 died while over 20 injured after a bus overturned.
Very Sad #ACCIDENT #BusAccident pic.twitter.com/oxJWjRRnXM— Gagan Deep (@GaganDeepSi1988) March 19, 2022