Aadhaar Number: Government Makes Aadhaar, PAN Mandatory To Invest In PPF, SCSS, & Other Small Savings Schemes

Aadhaar Number: প্যান, আধার বাধ্যতামূলক এ বার পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পেও, বিজ্ঞপ্তি কেন্দ্রের

এ বার প্যান এবং আধার কার্ড বাধ্যতামূলক হবে পোস্ট অফিসের মাধ্যমে করা স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির ক্ষেত্রেও। ২০২২-২৩ অর্থবর্ষের শেষ দিনে, শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে কেন্দ্রের তরফে এমনটাই জানানো হয়েছে। যার অর্থ প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যনিধি, প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্প কিংবা সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা রাখতে হলে এ বার থেকে প্রত্যেক গ্রাহককে আধার এবং প্যান কার্ডের নম্বর জানাতেই হবে।

যাঁদের আধার কার্ড নেই, তাঁদের আধার কার্ডের নথিভুক্তিকরণ নম্বর দিতে হবে। তবে সে ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলার দিন থেকে ৬ মাসের মধ্যে সেই গ্রাহককে প্যান এবং আধার সংযুক্তিকরণ করতেই হবে। কেউ একান্তই আধার এবং প্যান কার্ড জমা না করলে, তাঁকে দু’মাসের সময় দেওয়া হবে। সেই সময়ের মধ্যেও প্যান এবং আধার নম্বর না দেওয়া না হলে সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্টটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হবে। আধার এবং প্যান নম্বর দেওয়া হলে এই স্থগিতাদেশ উঠে যাবে।

আরও পড়ুন: Khushbu Sundar: ‘মোদী মানে দুর্নীতি’, রাহুল বিতর্কের মধ্যেই ভাইরাল বিজেপি নেত্রী খুশবু সুন্দরের টুইট

এত দিন অবধি নিয়ম ছিল স্বল্প সঞ্চয়ে বিনিয়োগ করতে চাইলে গ্রাহক প্যান এবং আধার কার্ড জমা না-ও করতে পারেন। তবে সে ক্ষেত্রে তাঁকে ইলেকট্রিক বিল অথবা পুরসভার ট্যাক্সের নথি জমা করতে হত। এ বার থেকে প্যান এবং আধার বাধ্যতামূলক হয়ে গেল। এখন স্বল্প সঞ্চয়ে বিনিয়োগ করতে চাইলে এক জন গ্রাহককে প্যান কার্ড, আধার কার্ড এবং একটি পাসপোর্ট আকারের ছবি দিতে হবে।

অন্যদিকে, ১ এপ্রিল থেকে Monthly Savings Scheme (MIS) সিঙ্গল অ্যাকাউন্টে ৯ লক্ষ টাকা অবধি বিনিয়োগ করার সুযোগ পাওয়া যাবে পোস্ট অফিসে। এর সীমা আগে ৪.৫ লক্ষ টাকা অবধি ছিল। অন্যদিকে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে মাসে ১৫ লক্ষ টাকা অবধি বিনিয়োগ করা যাবে। এর আগে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে বিনিয়োগের সীমা ৯ লক্ষ টাকা অবধি ছিল। গত ১ ফেব্রুয়ারি বাজেট প্রস্তাব পেশ করার সময় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই প্রকল্পের আওতায় ৭.১ শতাংশ সুদ পাওয়া যাবে প্রতি মাসে।

এমআইএস ছাড়াও বিভিন্ন স্মল সেভিংস স্কিমে (Small Savings Scheme) সুদের হার বাড়িয়েছে কেন্দ্র সরকার। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিসান বিকাশ পত্র রয়েছে তালিকায়। এই প্রকল্পগুলি সম্পর্কে আরও বিশদে জানতে পোস্ট অফিসে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুন: Mosquito Coil: মশার ধূপ জ্বালিয়ে ঘুম! দমবন্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু দেড় বছরের শিশু ৬ জনের