সম্পূর্ণ ফল সামনে আসেনি। তবে প্রবণতা বলছে সাহস হাসি হাসবেন কেজরিওয়াল। বুথফেরত সমীক্ষাতেও সেই ইঙ্গিতই মিলেছিল। তেমন পথেই যাচ্ছে ফল। ২৫ বছর দিল্লি পুরসভা থেকে সরে যেতে হবে বিজেপি। নিঃসন্দেহে রাজনৈতিক দিক দিয়ে এটি তাৎপর্যপূর্ণ। কেজরিওয়াল যে তার রাজনৈতিক জমি মজবুত করছেন এই প্রবণতা তা প্রমাণ করছে।
রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের(MCD) ভোট ফলে এখনো পর্যন্ত AAP এগিয়ে, ৯২ টি আসনে BJP এখন পর্যন্ত ৭৩ টি জিতেছে
৷ এমসিডিতে ওয়ার্ড সংখ্যা ২৫০। জয়ের জন্য ১২৬ টি ওয়ার্ড প্রয়োজন । কংগ্রেস(Congress) চারটি আসনা জয়ী হয়েছে। যে চারটি আসনে আপ জিতেছে তার তিনটি ওয়ার্ড ২০১৭ সালে আপ জিতেছিল। এদিকে, নির্দল প্রার্থী শাকিলা বেগম সিলামপুর আসনে জয়ী হয়েছেন।
কী বলছে গণনার প্রবণতা?
AAP – 92
BJP – 73
Congress – 4
Independent -1