AAP’s mixed bag for Rajya Sabha: Ex-cricketer Harbhajan Singh, Raghav Chadha, IIT professor

এবার সংসদের ‘ঘূর্ণি পিচে স্পিনের’ দায়িত্ব হরভজন! রাজ্যসভার প্রার্থী তালিকায় চমক কেজরির

‌দিল্লির পর এবার পঞ্জাবে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। ক্ষমতায় এসেই এবার রাজ্যসভায় নিজেদের প্রতিনিধি পাঠাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দল।

৩১ মার্চ পঞ্জাবের মোট পাঁচটি রাজ্যসভার আসনে নির্বাচন হবে (AAP Rajya Sabha Candidate)। সেগুলিতে এত দিন ছিলেন কংগ্রেসের ২, শিরোমনি অকালি দলের ২ ও বিজেপি-র এক প্রার্থী। সেই সমীকরণ বদলে গিয়েছে। পঞ্জাব বিধানসভা নির্বাচনে ১১৭ আসনের মধ্যে ৯২টি-তে জয় পেয়েছে আপ। সেই কারণেই পাঁচটি আসনে প্রার্থী দিতে চলেছে আপ। এর ফলে রাজ্যসভায় আপের সদস্য সংখ্যা বেড়ে হচ্ছে পাঁচ থেকে আট (AAP Rajya Sabha Candidate)।

জানা যাচ্ছে, আপের তরফে রাজ্যসভায় প্রার্থী হচ্ছেন বিখ্যাত ক্রিকেটার হরভজন সিং। সেইসঙ্গে প্রার্থী করা হচ্ছে আপের দিল্লির বিধায়ক রাঘব চাড্ডা ও দিল্লি আইআইটির অধ্যাপক ডক্টর সন্দীপ পাঠককে। এছাড়াও রাজ্যসভায় আপের হয়ে প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক মিত্তল ও শিল্পপতি সঞ্জীব অরোরা। তাঁরাও আপের হয়ে রাজ্যসভায় প্রার্থী হওয়ার জন্য মনোনীত হয়েছেন।

আরও পড়ুন: India-Pakistan: কেন পাক ভূখণ্ডে আছড়ে পড়ল ভারতীয় মিসাইল? সংসদে মুখ খুললেন রাজনাথ সিং

এঁদের সকলের মধ্যে হরভজন সিংয়ের সঙ্গে আপ নেতৃত্বের সখ্যতা যে তৈরি হয়েছে, তার প্রমাণ মিলেছে কিছুদিন আগেই। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন হরভজন সিং।

উল্লেখ্য, চলতি মাসের শেষে রাজ্যসভার ১৩টি আসনে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই ১৩টি আসনের মধ্যে পাঞ্জাবের ৫টি আসন রয়েছে। এছাড়াও অসমের দুটি আসনে, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড ও ত্রিপুরায় একটি করে আসনে ও কেরালায় ৩টি আসনে ভোট রয়েছে। তবে এবারে পঞ্জাবের বিষয়টি খুবই উল্লেখযোগ্য। এবারই প্রথম পঞ্জাব থেকে আপ সাংসদরা রাজ্যসভায় যাচ্ছেন।

আরও পড়ুন: বিমানে যান্ত্রিক ত্রুটি, ১০০ যাত্রী নিয়ে পাকিস্তানে নামল দিল্লি-দোহা বিমান