তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে অধিবেশন কক্ষেই সতর্ক করলেন সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু। বৃহস্পতিবার লোকসভায় তিনি বলেন, ‘আমি চাইলে বিজেপি সাংসদকে আড়াল করতে পারতাম। তাঁর পক্ষ নিয়ে কথা বলতে পারতাম। কিন্তু সংসদের নিয়ম সকলকে মেনে চলতে হবে। স্পিকার আছেন। তিনি চাইলে কোনও সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।’
বুধবার অসমের কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাংসদ হিসাবে বুধবারই প্রথম সংসদে ভাষণ দেন অভিজিৎ। বাজেট নিয়ে অভিজিৎ বলতে উঠলে বিরোধী সাংসদেরা নানাভাবে তাঁকে উত্যক্ত করতে থাকেন৷ গৌরব গগৈ বারে বারেই বলতে থাকেন, গান্ধী নাকি গডসে, কে তাঁর কাছে মহান! জবাবে গৌরবকে উদ্দেশ করে অভিজিৎ বলেন, ইডিয়টের মত কথা বলেন না। প্রসঙ্গত লোকসভা ভোটের প্রচার চলাকালে এক সাক্ষাৎকারে অভিজিৎকে প্রশ্ন করা হয়েছিল গান্ধী ও গডসে সম্পর্কে তাঁর অবস্থান কী। তিনি বলেছিলেন, ভেবে বলতে হবে।
অভিজিতের মন্তব্যের পর সরব হন বিরোধী সাংসদেরা। স্পিকার ওম বিড়লার কাছে তাঁরা দাবি তোলেন, সংসদীয় বিধি অনুযায়ী ‘স্টুপিড’ একটি ‘অসংসদীয় শব্দ’। তাই লোকসভার কার্যবিবরণী থেকে তা বাদ দেওয়া হোক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার বিরোধীদের দাবি বিবেচনার আশ্বাস দেন। পরে তা বাদ দেওয়ার নির্দেশ দেন স্পিকার।বৃহস্পতিবার সংসদীয় মন্ত্রী রিজিজু লোকসভায় এসে বলেন, ‘বুধবারের গোলমালের সময় আমি রাজ্যসভায় ছিলাম। পরে শুনেছি কী হয়েছে। আমি বিজেপি সাংসদের বলা শব্দ সমর্থন করি না। তবে সদস্যদের উচিত ভাষণ চলাকালে বিরক্ত না করা।’