Adani Group acquires 50.5% stake in IANS, making presence stronger in media sector

Adani Group: NDTV’র পর আরও এক সংবাদমাধ্যমের মালিকানা, সংবাদ জগতে প্রভাব বাড়াচ্ছেন আদানি

NDTV’র পর এবার IANS। আরও এক বড়সড় সংবাদসংস্থা অধিগ্রহণ করল আদানি গোষ্ঠী। সূত্রের খবর, IANS-এর সিংভাগ শেয়ার এখন আদানিদের দখলে। ফলে বকলমে ওই সংবাদসংস্থার নিয়ন্ত্রণও আদানি গোষ্ঠীরা হাতেই চলে গেল।

আদানিদের মিডিয়া কোম্পানি এএমজি মিডিয়া নেটওয়ার্কস লিমিটেড (AMG Media Networks Ltd) আইএএনএসের ৫০.৫০ শতাংশ ইক্যুইটি শেয়ার কিনে নিয়েছে। আইএএনএস অর্থাৎ ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস, এএনআই (ANI) এবং পিটিআইয়ের (PTI) মতো সংবাদসংস্থা। এরাও সচরাচর অন্যান্য সংবাদসংস্থাকে খবর সরবরাহ করে। এদের সদর দপ্তরও নয়াদিল্লিতে।

রেগুলেটরি ফাইলিংয়ে এএমজি মিডিয়া নেটওয়ার্কস জানিয়েছে, তারা আইএএনএস এবং তাদের শেয়ার হোল্ডার সন্দীপ বামজাইয়ের সঙ্গে চুক্তি করেছে। গত আর্থিক বছরে আইএএনএসের রেভিনিউ ছিল ১১.৮৬ কোটি টাকা। এও জানানো হয়েছে, এখন থেকে আইএএনএস-এর সমস্ত অপারেশনাল ও ম্যানেজমেন্ট কন্ট্রোল তথা পুরো নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। এখন থেকে আইএএনএস হল আদানির মিডিয়া কোম্পানির একটি সাবসিডিয়ারি।

আদানি গোষ্ঠী মিডিয়ায় ব্যবসায় নামে গত বছর। তারা প্রথমে ডিজিটাল সংবাদমাধ্যম বিকিউ প্রাইম(Quintillion Business Media) কিনে নেয়। তার পর গত বছর ডিসেম্বর মাসে এনডিটিভির ৬৫ শতাংশ শেয়ার কিনে নেয় আদানি গোষ্ঠী। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভারতে সংবাদমাধ্যমও কি ক্রমশ বড় শিল্পগোষ্ঠীর ছাতার তলায় চলে যাচ্ছে। আদানিদের বিরোধী গোষ্ঠী আম্বানিরা সংবাদমাধ্যমের জগতে রীতিমতো মহীরুহ। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের মালিকানা রয়েছে তাদের হাতে। এবার ধীরে ধীরে সেদিকে পা বাড়াচ্ছে আদানি গোষ্ঠীও।

আর সেই সঙ্গে প্রশ্ন উঠছে, নিরপেক্ষ খবর বা বিজেপি বিরোধী খবর আর কি সামনে আসবে? নাকি এই সংগ্ৰাফ মাধ্যমগুলির হাত ধরেই হারিয়ে যাবে অতলে?