Adani-Hindenburg: Supreme Court gives SEBI extension till August 14 to complete probe

Adani-Hindenburg: ৬ মাস নয়, SEBI-কে তদন্তের জন্য আর ৩ মাস সময় দিল সুপ্রিম কোর্ট

আদানি-হিন্ডেনবার্গ কাণ্ডের তদন্ত শেষ করার জন্য আগামী ১৪ অগস্ট পর্যন্ত সময় পাবে SEBI। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যদিও আবেদনে ৬ মাসের অতিরিক্ত সময় চেয়েছিল। তবে ৩ মাস সময়ই দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, বিচারপতি সাপ্রে প্যানেলের জমা দেওয়া রিপোর্টের কপি আবেদনকারীকে দেওয়া হবে। এতে আগামিদিনে আরও আলোচনায় সহায়তা হতে পারে। এর পরবর্তী শুনানি হবে জুলাই মাসে।

চলতি বছরের গোড়ায় আমেরিকান শর্ট সেলিং ফার্ম হিন্ডেনবার্গ রিসার্চের আদানি গ্রুপ সম্পর্কে বিতর্কিত প্রতিবেদন আলোড়ন ফেল দেয় দেশ জুড়ে। পরবর্তীতে সেই রিপোর্টের ভিত্তিতে মুখ থুবড়ে পরে আদানির শেয়ার। সংসদেও বিষয়টি নিয়ে তুমুল সোচ্চার হয় বিরোধী শিবির।হিন্ডেনবার্গ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারসাজির মাধ্যমে বিদেশে অর্থ পাঠানোর অভিযোগ সামনে আনে। যা আদানি গ্রুপ অস্বীকার করেছে।

অন্যদিকে, আদানি গোষ্ঠীর দুই সংস্থা আদানি টোটাল গ্যাস ও আদানি ট্রান্সমিশনকে তাদের আন্তর্জাতিক সূচক থেকে বাদ দিল মর্গ্যান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল (এমএসসিআই)। আন্তর্জাতিক লগ্নি সংক্রান্ত গবেষণা সংস্থাটির সূচকে অন্তর্ভুক্ত হওয়া দেশ ও বিশ্ব বাজারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ,বিনিয়োগের ক্ষেত্রে সূচকের আওতায় থাকা সংস্থাগুলিকে অগ্রাধিকার দেয় বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। ফলে তার আওতায় থেকে বাদ যাওয়ায় আদানিরা নতুন করে ধাক্কা খেল বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। ৩১ মে থেকে এই পরিবর্তন কার্যকর হবে।

সংশ্লিষ্ট মহলের মতে, সুপ্রিম কোর্টে এই শুনানি চলার সময়েই এমএসসিআই সূচকে জায়গা হারানো তাৎপর্যপূর্ণ। নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে সংস্থাগুলিকে সূচকে আনা হয়। তাদের উপরে গুরুত্ব (ওয়েটেজ) আরোপ করা হয়। তার ভিত্তিতেই কোনটিতে কত টাকা ঢালা হবে, তার সিদ্ধান্ত নেয় বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি। ফলে ভবিষ্যতে আদানিদের পক্ষে বিদেশ থেকে পুঁজি তোলায় কিছুটা সমস্যা হতে পারে। শুক্রবার এমনিতেই বিএসই-তে আদানি ট্রান্সমিশন এবং আদানি টোটাল গ্যাসের শেয়ার দর ৪ শতাংশের বেশি পড়েছে।