ঝোলাবদল প্রিয়াঙ্কা গান্ধীর! প্যালেস্টাইনের পর এবার বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে সোনিয়াকন্যা। সেই ব্যাগে লেখা, ‘হিন্দু-খ্রিস্টান এক হও’। তাৎপর্যপূর্ণভাবে, গতকালই প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে লোকসভায় গিয়েছিলেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi )। যা নিয়ে তাঁর বিরুদ্ধে তোপ দেগেছিল বিজেপি। গত ৭ অক্টোবর গাজা ভূখণ্ড থেকে ইজরায়েলে হামলা চালিয়েছিল স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। তার জবাবে গাজায় এবং প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কে ধারাবাহিক হামলা এবং ‘গ্রাউন্ড অপারেশন’ চালিয়ে প্রায় ৫০ হাজার মুসলিমকে হত্যার অভিযোগ উঠেছে ইজরায়েলি সেনার বিরুদ্ধে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, মৃতদের মধ্যে অনেক নিরপরাধ সাধারণ মানুষ, মহিলা এবং শিশুও রয়েছে। এই আবহে সোমবার ‘প্যালেস্টাইন’-এর প্রতি প্রিয়ঙ্কার সংহতি জানানো নিয়ে খোঁচা দিতে শুরু করে বিজেপি। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, ‘তোষণের ঝুলি’ নিয়ে ঘুরে বেড়ান প্রিয়াঙ্কা। জাতীয়তাবাদ বা দেশপ্রেমের ঝুলি তাঁদের কাঁধে দেখা যায় না বলেও অভিযোগ তোলেন সম্বিত।
সোমবার প্রিয়াঙ্কাকে দেখা যায় বিশেষ এক ব্যাগ কাঁধে নিয়ে সংসদে ঢুকতে। যা নজরে কাড়ে সকলের। ব্যাগটিতে বড় বড় অক্ষরে লেখা প্যালেস্টাইন। এর ঠিক নিচেই আঁকা রয়েছে একটি তরমুজ। যা প্যালেস্তিনীয় সংহতির প্রতীক। এই ব্যাগকে হাতিয়ার করেই প্রিয়াঙ্কাকে কটাক্ষ করেন বিজেপি সাংসদ গুলাম আলি খাতনা। সংবাদ সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “খবরে আসার জন্য অনেকে এমন কাজ করেন। সাধারণ মানুষ প্রত্যাখ্যান করলে মানুষ এরকমই পথ অনুসরণ করে থাকেন।”
প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে বিজেপির খোঁচার পরের দিনই আজ মঙ্গলবার ওয়ানাড়ের সাংসদকে দেখা যায় বাংলাদেশ ( Bangladesh )লেখা ব্যাগ নিয়ে সাংসদে (Parliament)ঢুকতে। যা ফের একবার শিরোনামে উঠে এসেছে। বিশেষ ওই ব্যাগে হিন্দিতে লেখা, ‘বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টান এক হও।’সোমবার সংসদের শীতকালীন অধিবেশনে বক্তৃতার সময়েও বাংলাদেশের প্রসঙ্গ তুলে ধরেন প্রিয়াঙ্কা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগগুলির বিষয়ে কেন্দ্রকে পদক্ষেপের জন্য চাপ দেন তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রকে ঢাকার সঙ্গে কূটনৈতিক আলোচনারও প্রস্তাব দেন তিনি।