হিংসাত্মক বিক্ষোভের মধ্যেই কেন্দ্রের ‘বিতর্কিত’ অগ্নিপথ প্রকল্পে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনায় নিয়োগের ক্ষেত্রে কী কী মাপকাঠি দেখা হবে? অগ্নিবীররা কী সুযোগ-সুবিধা পাবেন, তা বিস্তারিত ভাবে জানাল বায়ুসেনা।
কী কী ঘোষণা করেছে বায়ুসেনা (Agnipath)?
- মাসে ৩০ হাজার টাকার প্যাকেজ থাকছে নবনিযুক্ত অগ্নিবীরদের জন্য। ভাল কাজের প্রদর্শনে বেতন বাড়ানোর সুযোগ থাকবে।
- অগ্নিবীররা বছরে ৩০টি ছুটি পাবেন। শারীরিক অসুস্থতায় চিকিৎসকদের পরামর্শে বাড়তি ছুটি পাওয়া যাবে।
- বায়ুসেনায় চাকরিরত অগ্নিবীররা বিশেষ ইউনিফর্ম পাবেন। তাঁদের স্বতন্ত্র পদমর্যাদা থাকবে।
- অগ্নিবীরদের মাসিক বেতনের ৩০ শতাংশ ‘অগ্নিবীর কর্পস তহবিলে’ জমা পড়বে। সেই বেতনের উপর সুদ দেবে কেন্দ্র সরকার।
- নির্ধারিত চার বছরের আগেও চাইলে চাকরি ছেড়ে যেতে পারেন নিয়োগপ্রাপ্ত জওয়ানরা। সেক্ষেত্রেও তাঁরা সুদ সমেত বেতন পাবেন।
আরও পড়ুন: Agnipath বিহার! অল্পের জন্য প্রাণে বাঁচলেন BJP বিধায়ক, বাতিল ২২টি ট্রেন
- ৪৮ লক্ষ টাকার জীবনবীমার ব্যবস্থা করা হবে বায়ুসেনার অগ্নিবীরদের জন্য।
- সেনায় থাকাকালীন কারও মৃত্যু হলে তাঁর বেতন, সঞ্চিত অর্থ নিকট আত্মীয় পাবেন।
- তাছাড়া কেউ যদি চার বছর মেয়াদ শেষের আগে চাকরি করতে অক্ষম হয়ে পড়েন, তিনি পাবেন ৪৪ লক্ষ টাকার আর্থিক সাহায্য।
- অগ্নিবীররা সিএসডি ক্যান্টিনের সুবিধা পাবেন।
- চার বছর পর নির্দিষ্ট শংসাপত্র পাবেন তাঁরা।
অগ্নিপথ প্রকল্পে ভারতীয় বায়ুসেনায় নিয়োগ শুরু হবে আগামী ২৪ জুন। এ কথা জানিয়েছেন বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরি। গত শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে তিনি বলেন, ‘‘আবেদনের ঊর্ধ্বসীমা ২৩ করা হয়েছে, এটা ভাল সিদ্ধান্ত। এতে যুব সম্প্রদায় উপকৃত হবে।’’
আরও পড়ুন: Agnipath: জাহাজ -ক্রীড়া মন্ত্রকেও মিলবে স্থান! অগ্নিবীর ইস্যুতে লাগাতার পিছু হটছে কেন্দ্র