আত্মহত্যার ‘নাটক’ করতে গিয়ে প্রাণ খোয়ালেন বছর আটত্রিশের এক তরুণী। রেল ট্র্যাকে নেমে লিভ-ইন সঙ্গীকে ভয় পাওয়াতে গিয়ে বিপত্তি ঘটে যায়। ট্রেনের চাকায় পিষ্ট হয় মৃত্যু হয় তরুণীর। ঘটনার মর্মান্তিক সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।ঘটনাটি সোমবার রাতে আগ্রার রাজা কি মান্ডি রেল স্টেশনে ঘটে। মৃত তরুণীর নাম রানি (৩৮)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ সূত্রে খবর, রানির প্রাক্তন স্বামী ধর্মেন্দ্র অতিরিক্ত মদ্যপানের কারণে মারা যান। তিন সন্তান রয়েছে রানির। জ্যেষ্ঠ পুত্র আলাদা থাকলেও বাকি দুই সন্তান রানির সঙ্গেই থাকেন। গত এক বছর ধরে কিশোরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। পেশায় চাউমিন বিক্রেতা তিনি। আগ্রার লোহামান্ডি এলাকায় থাকেন কিশোর। পুলিশের দাবি, কিশোরের সঙ্গে একত্রবাস করতেন রানি। সোমবার রাত ১০টা নাগাদ কাজ সেরে মদ খেয়ে বাড়ি ফিরেছিলেন কিশোর। তা দেখে রেগে যান রানি। দু’জনের মধ্যে ঝগড়া শুরু হয়। রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন বলে কিশোরকে ভয় দেখাতে শুরু করেন রানি। তাঁকে রাজা কি মান্ডি স্টেশনেও নিয়ে যান রানি।
২ নম্বর প্লাটফর্মে যাত্রীদের আসনে বসেও রানি ও কিশোরের ঝগড়া চলতে থাকে। এক সময় সঙ্গীকে ভয় দেখাতে রেল ট্রাকে লাফিয়ে পড়েন তরুণী। খেয়াল করেননি যে সেই সময় প্লাটফর্মে ঢুকছে কেরল এক্সপ্রেস। ট্রেন ছুটে আসছে দেখে তড়িঘড়ি লাইন থেকে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করেন রানি। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। ধাক্কা লাগার পর ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝে আটকে পড়েন রানি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রেলকর্মীরা পৌঁছন। রানিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান রানি। ময়নাতদন্তের জন্য রানির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।