Air India Grounds 2 Pilots For Inviting Female Friend In Cockpit, 2nd Such Case

Air India: ককপিটে বান্ধবীর সঙ্গে একান্ত যাপন! সাসপেন্ড দুই পাইলটকে

ফের মাঝ আকাশে ককপিটে বান্ধবীকে ডেকে একান্তে সময় কাটানোর অভিযোগ উঠল বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার দুই পাইলটের বিরুদ্ধে। অভিযুক্ত দুই পাইলটকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সংস্থাটি।

দিল্লি থেকে লেহগামী এআই-৪৪৫ বিমানে ঘটে নিয়মবহির্ভূত বিপজ্জনক কাণ্ড। পাইলটদের অনুমতিতেই মাঝ আকাশে ককপিটে ঢুকেছিলেন বিমানের এক তরুণী যাত্রী। এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে পাইলটদের বিরুদ্ধে অভিযোগ করেন বিমানের কেবিন ক্রু। ঘটনার কথা স্বীকার করে দুই পাইলটকে অব্যহতি দেওয়ার বিষয়ে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক।

এর আগে বিমানযাত্রীর ককপিটে ঢুকে পড়ার ঘটনা ঘটে গত ২৭ ফেব্রুয়ারি। দুবাই থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান। আকাশে ওড়ার খানিক পরেই এয়ার ইন্ডিয়ার কর্মী তথা বান্ধবীকে ককপিটে ডেকে পাঠান পাইলট। পাইলটের বিরুদ্ধে তদন্ত চালানোর পর তাকে বরখাস্ত ও ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।