সোমবার শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ হবে এই অধিবেশনে। তার আগে রবিবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিল কেন্দ্র। সেখানেও তোপের মুখে NDA সরকার। নিট বিতর্ক থেকে শুরু করে কানওয়ার যাত্রা, বিরোধীদের তোলা একের পর এক ইস্যুতে বিদ্ধ শাসকদল।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে শুরু হয় সর্বদল বৈঠক। সেখানে কংগ্রেসের তরফে হাজির ছিলেন সাংসদ কে সুরেশ, গৌরব গগৈ, জয়রাম রমেশ এবং প্রমোদ তিওয়ারি। আপের সঞ্জয় সিং, YSRC-র ভিভি রেড্ডি, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানও উপস্থিত ছিলেন বৈঠকে। তবে কলকাতায় ২১ জুলাইয়ের শবিদ সমাবেশ থাকার কারণে এই বৈঠকে উপস্থিত থাকতে পারেনি তৃণমূল কংগ্রেস। শহিদ সমাবেশে যোগ দিতে এদিন কলকাতায় হাজির ছিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো তথা সাংসদ অখিলেশ যাদবও।
এদিন বৈঠকে গৌরব গগৈ নিট পরীক্ষায় কেলেঙ্কারির প্রসঙ্গে সুর চড়িয়েছেন। অন্যদিকে রামগোপাল যাদব কনোয়ার ইস্যু নিয়ে সুর চড়িয়েছেন। কনোয়ার যাত্রার নির্দেশিকায় বলা হয়েছে, দোকানের সাইনবোর্ডে লিখতে হবে মালিকের নাম। এই ঘটনার তীব্র নিন্দা চলছে গত কয়েকদিন ধরেই। রবিবারের সর্বদলীয় বৈঠকেও উঠে আসে এই প্রসঙ্গ। জয়রাম রমেশ বলেন, ‘বিহারের জন্য বিশেষ মর্যাদা চেয়েছে JD(U)। YSR কংগ্রেস চেয়েছে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদা। কিন্তু, NDA শরিক TDP এই নিয়ে কিছুই বলেনি বৈঠকে।’
An all-party meeting was convened on Sunday, ahead of the Budget session of #Parliament.
Follow the #Budget2024 on #PBSHABD.
Sign up now on https://t.co/Wen8dlKnFd to get access to timely, authentic, logo free content. pic.twitter.com/WTAXNzIXvP— PB-SHABD (@PBSHABD) July 21, 2024
মোট ৪৪টি রাজনৈতিক দলের ৫৫ জন নেতা এদিন উপস্থিত ছিলেন বৈঠকে। বিরোধী সাংসদদের কাছে এদিন বিশেষ আর্জি রাখেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, ‘রাজনাথ সিং চেয়েছেন সংসদে কোনও সাংসদ বক্তব্য রাখার সময় অপর কেউ যেন তাতে বাধা না দেন।’ কিন্তু, গৌরব গগৈ স্পষ্ট জানিয়ে দেন, নিট কেলেঙ্কারি, কানওয়ার যাত্রার মতো ইস্যুগুলি নিয়ে সংসদে ইন্ডিয়া জোট সরব হবেই।