Manipur: Amid violence, Manipur BJP MLA criticises central forces' failure to restore peace

Manipur: ব্যর্থ কেন্দ্রীয় বাহিনী! ৬০,০০০ জওয়ান ফিরিয়ে নিয়ে শাহর কাছে দ্রুত পদক্ষেপের আর্জি বিজেপি বিধায়কের

মণিপুরে অশান্তি থামাতে কেন্দ্রীয় বাহিনী পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ তুলে নিজের দলকেই কাঠগড়ায় তুললেন মণিপুরের বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিং। সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের জামাই রাজকুমার এই মর্মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে সম্প্রতি অভিযোগ করেছেন, ‘কেন্দ্রীয় বাহিনী মণিপুরের বিভিন্ন প্রান্তে দর্শকের ভূমিকায় থাকছে। তাদের সামনেই অপরাধ ঘটে চলেছে।’

তাঁর অভিযোগ, মণিপুরে অশান্তি শুরুর ১৫-১৬ মাস পরও শান্তি ফেরাতে পারেনি কেন্দ্রীয় বাহিনী। তাই এবার তাদের সরিয়ে নিরাপত্তা ফেরানোর দায়িত্ব দেওয়া হোক মণিপুরের প্রশাসনকেই। রাজকুমার ইমো সিং অমিত শাহকে লেখা চিঠিতে লিখেছেন, ‘মণিপুরে ৬০ হাজার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সত্ত্বেও মণিপুরে তারা শান্তি ফেরাতে ব্যর্থ। যদি বাহিনী নীরব দর্শক হয়েই থাকে তবে তাদের সরিয়ে দেওয়াই ভালো হবে। নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য সরকারকে দেওয়া হোক।’

একইসঙ্গে তাঁর দাবি, অবিলম্বে মণিপুরে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর ৬০,০০০ জওয়ানকে ফিরিয়ে নিক স্বরাষ্ট্রমন্ত্রক৷ শুধু রাজকুমার নন, অন্য ইস্যুতে বিজেপির বিড়ম্বনা বাড়িয়েছেন রাজস্থানের পদ্ম বিধায়ক রামবিলাস মিনাও। রাজকুমারের পত্রবোমার রেশ মেলানোর আগেই মিনা অভিযোগ তুলেছেন, রাজস্থানে ভোটে জিতে ক্ষমতায় আসার পরে কোনও কাজই করছে না মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার৷

এই প্রসঙ্গেই রাজ্যের সব মন্ত্রীকে ‘চোর’ আখ্যা দিয়েছেন রামবিলাস৷ তাঁর ক্ষোভের মূলে আছেন সে রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ঝাবর সিং খাররা৷ বিজেপি বিধায়ক রামবিলাসের অভিযোগ, মন্ত্রী খাররা ইচ্ছাকৃত ভাবে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের শূন্য পদে নিয়োগ করছেন না৷