Anubrata Sukanya: Cow Smuggling Case accused Anubrata Mondal meets Sukanya Mondal in Tihar Jail

Anubrata Sukanya: গ্রেফতারির পর তিহাড়ে প্রথমবার সাক্ষাৎ সুকন্যা- কেষ্টর

গরুপাচার মামলায় (Cow Smuggling Case) গ্রেফতার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আপাতত রাখা হয়েছে তিহাড় জেলে (Tihar Jail)। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও (Sukanya Mondal) রয়েছেন তিহাড়ে। জেলের ৬ নম্বর মহিলা সেলে রয়েছেন সুকন্যা। আর কেষ্ট রয়েছেন তার পরের ৭ সেলে। একই জেলে থাকলেও গ্রেফতারির পর থেকে এতদিন পর্যন্ত কেষ্ট বা সুকন্যার দেখা বা কথা কিছুই হয়নি। শেষ পর্যন্ত শনিবার বাবা-মেয়ের দেখা হল তিহাড়ে। অল্প কিছু সময়ের জন্য সাক্ষাৎ হল কেষ্ট ও সুকন্যার।

হস্পতিবার যখন কেষ্টকে দিল্লির রাউজ় এভিনিউ কোর্টে পেশ করা হয়েছিল সেই সময় সুকন্যার বিষয়ে মুখ খুলেছিলেন তিনি। মেয়ের সঙ্গে সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘শনিবার দেখা করব। ও তো আমার মেয়ে। একশোবার দেখা করব।’ সেই সময় কেষ্টর কথা থেকেই বোঝা গিয়েছিল, মেয়ের সঙ্গে কথা বলার জন্য কতটা মুখিয়ে রয়েছেন তিনি।

আরও পড়ুন: Yaduvansh Kumar Yadav : ব্রাহ্মণদের জন্মভূমি নাকি রাশিয়া! ‘ভিনদেশি’দের তাড়ানোর দাবি নেতার

সেদিন আদালত কক্ষেও মেয়ের গ্রেফতারি প্রসঙ্গে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কেষ্ট। ইডির অফিসারদের প্রশ্ন করেছিলেন, ‘মেয়েকে অ্যারেস্ট করে নিলেন? বিবেক বলে তো কিছু আছে নাকি?’ শুধু বৃহস্পতিবারই নয়, মেয়ের গ্রেফতারির পর থেকেই বেজায় চটে রয়েছেন তিনি। সুকন্যাকে ইডি গ্রেফতার করার পর কেষ্টর প্রথম প্রতিক্রিয়া ছিল, মেয়ের গ্রেফতারি অন্যায়। মেয়েকে গ্রেফতার করে কোনও ‘বাহাদুরির’ কাজ করা হয়নি বলেও মন্তব্য করেছিলেন ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডল।

অন্যদিকে, ইডি-র অভিযোগ, গোরু পাচারের টাকা কোন কোন খাতে ইনভেস্ট করা হবে তার অনেকটাই ঠিক করতেন সুকন্যা নিজে। এমনকী, এও দাবি রোজকার ব্যবসা এবং ব্যাঙ্ক লেনদেনের বেশির ভাগই সামলাতেন তিনি। চার্জশিটে দাবি করা হয়েছে, এএনএম এগ্রোচেম ফুডস প্রাইভেট লিমিটেড এবং নীর ডেভলপমেন্ট প্রাইভেট লিমিটেড নামে দু-দুটি কোম্পানির মালিক ছিলেন সুকন্যা মণ্ডলই।

মূলত এই কোম্পানিগুলির মাধ্যমে গোরুপাচারের টাকা খেটেছে বলে অভিযোগ। এ ছাড়াও অনুব্রতর পরিবারিক ব্যবসা ভোলে বোম রাইসমিল এবং শিব শম্ভু রাইস মিল দুটি কী ভাবে পরিচালনা করতে হবে, তার নির্দেশও দিতেন খোদ সুকন্যা। ইডির দাবি, জেরায় অনুব্রতর চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারি স্বয়ং এসব তথ্য তাদের জানিয়েছেন।

আরও পড়ুন: Homosexuality: সমকামিতা এক প্রকার ব্যাধি, সমলিঙ্গ বিবাহ স্বীকৃতি পেলে তা ছড়াবে: RSS