দেশে ক্রমেই করোনার সংক্রমণ বেড়ে চলেছে। এই আবহে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়া নিয়ে ভাবনাচিন্তা করা হলেও শেষ পর্যন্ত নির্বাচনী নির্ঘণ্ট বাজিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। তবে করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কাকে মাথায় রেখেই বিধিনিষেধ আরোপ করেই পাঁচ রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন।
৫ রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট:
প্রথম দফা
ভোট হবে- উত্তরপ্রদেশ (প্রথম দফা)
ভোটের দিন- ১০ ফেব্রুয়ারি
দ্বিতীয় দফা
ভোট হবে- উত্তরপ্রদেশ (দ্বিতীয় দফা), উত্তরাখণ্ড (এক দফা), পাঞ্জাব (এক দফা), গোয়া (এক দফা)
ভোটের দিন- ১৪ ফেব্রুয়ারি
তৃতীয় দফা
ভোট হবে- উত্তরপ্রদেশ (তৃতীয় দফা)
ভোটের দিন- ২০ ফেব্রুয়ারি
চতুর্থ দফা
ভোট হবে- উত্তরপ্রদেশ (চতুর্থ দফা)
ভোটের দিন- ২৩ ফেব্রুয়ারি
পঞ্চম দফা
ভোট হবে- উত্তরপ্রদেশ (পঞ্চম দফা), মণিপুর (প্রথম দফা)
ভোটের দিন- ২৭ ফেব্রুয়ারি
ষষ্ঠ দফা
ভোট হবে-উত্তরপ্রদেশ (ষষ্ঠ দফা), মণিপুর (দ্বিতীয় দফা)
ভোটের দিন- ৩ মার্চ
সপ্তম দফা
ভোট হবে- উত্তরপ্রদেশ (সপ্তম দফা)
ভোটের দিন- ৭ মার্চ
ভোটগণনা- ১০ মার্চ
আরও পড়ুন: গুজরাতের শিল্পতালুকে কারখানায় বিষাক্ত গ্যাস লিক, মৃত অন্তত ৬, আহত ২০
শনিবার মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (Sushil Chandra) জানিয়েছেন, সংবিধান মেনে সময়মতো নির্বাচন করতে তাঁরা বাধ্য। তাই করোনা বিধি মেনে নির্ধারিত সময়েই ভোট হবে। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, করোনা বিধি মেনে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার ব্যাপারে কমিশন বদ্ধপরিকর। সেই মতো সমস্তরকম ব্যবস্থাও করা হচ্ছে।
শুধু তাই নয়, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত ভোটমুখী রাজ্যগুলিতে কোনও রাজনৈতিক দল রোড শো, পদযাত্রা, সাইকেল-বাইক মিছিল করতে পারবে না। কোনও জনসভা করা যাবে না। ১৫ জানুয়ারির পরও সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনও সভা বা পথসভা করা যাবে না। বিজয় মিছিলও করা যাবে না।
করোনা বিধি মেনে প্রচারের জন্য প্রার্থীদের ভোটপ্রচারের খরচের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে বিধানসভা পিছু প্রচারে ৪০ লক্ষ টাকা করে খরচ করতে পারবেন প্রার্থীরা। মণিপুর এবং গোয়ায় এই সীমা হবে ৩৮ কোটি টাকা।
আরও পড়ুন: ঘুরপথে বাড়তে চলেছে ট্রেনের ভাড়া! জারি করা হয়েছে নোটিস