পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, মিজোরামে ভোট আগামী ৭ নভেম্বর। মধ্য প্রদেশ, রাজস্থান এবং তেলঙ্গানায় ভোট যথাক্রমে ১৭ নভেম্বর, ২৩ নভেম্বর এবং ৩০ নভেম্বর। কেবলমাত্র ছত্তিশগড়ে দুই দফায় ভোট। সেখানে ভোট ৭ এবং ১৭ নভেম্বর। পাঁচ রাজ্যের ফলপ্রকাশ ৩ ডিসেম্বর। ৫ ডিসেম্বরের মধ্যে ভোটপ্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পাঁচ রাজ্যের মোট ৬৭৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এ বার নতুন ভোটারের সংখ্যা ৬০ লক্ষ। মোট ভোটারের সংখ্যা ১৬.১ কোটি। কমিশনার জানিয়েছেন, পাঁচ রাজ্যেই নারী-পুরুষ লিঙ্গ অনুপাত ক্রমশ উন্নত হচ্ছে। পাঁচ রাজ্যের প্রতিটিতে ক’জন মহিলা প্রার্থী রয়েছেন, তা-ও উল্লেখ করা হয়েছে সাংবাদিক বৈঠকে। নির্বাচনী প্রস্তুতির অঙ্গ হিসাবে পাঁচটি রাজ্যে গিয়েই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। বেড়েছে ভোটকেন্দ্রের সংখ্যাও। মিজ়োরামে থাকছে ১,২৭৬টি ভোটকেন্দ্র। ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং তেলঙ্গানায় ভোটকেন্দ্রের সংখ্যা যথাক্রমে ২৪,১০৯, ৬৪,৫২৩, ৫১,৭৫৬, ৩৫,৩৫৬।
আরও পড়ুন: Gandhi Jayanti: জার্মান গায়িকার কণ্ঠে বাপুর প্রিয় ভজন, ভিডিও শেয়ার করলেন মোদী
আগামী বছরের মার্চ বা মে মাসে লোকসভা নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তবে তার আগে চলতি বছরের শেষে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
কংগ্রেস, বিজেপি-সহ প্রতিটি দলই পাঁচ রাজ্যের এই ভোটকে লোকসভা নির্বাচনের আগে সেমিফাইনাল ধরে নিয়ে এগোচ্ছে। ভোটের ফলাফল যা-ই হোক, তা লোকসভা ভোটের ফলকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন অনেকেই। এই পাঁচ রাজ্যের মধ্যে দু’টি কংগ্রেস শাসিত, আর দু’টিতে BJP এবং NDA সরকার রয়েছে। একটিতে ক্ষমতায় রয়েছে KCR-এর নেতৃত্বাধীন সরকার। হাইভোল্টেজ এই পাঁচ রাজ্যে NDA বনাম INDIA-র লড়াই হাড্ডাহাড্ডি হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: Bihar: বিহারের ২৪ ঘণ্টায় জলে ডুবে মৃত ২২, ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা সরকারের