Ayodhya Airport) যাত্রী সংকটে অযোধ্যা বিমানবন্দর: আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, যাত্রী সংখ্যা কমছে

গত বছর ডিসেম্বরে ১,৪৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি অযোধ্যার মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর (উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড-শো করেছিলেন। গত ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের সময় একের পর এক উড়ান সংস্থা দেশের বিভিন্ন শহর থেকে অযোধ্যায় উড়ান চালু করেছিল (Ayodhya Airport) ।

রামমন্দির উদ্বোধনের প্রভাব

রামমন্দির (Ram Temple Ayodhya)  উদ্বোধনের পর দেশজুড়ে যে উন্মাদনা দেখা গিয়েছিল, তা সময়ের সাথে স্তিমিত হয়ে এসেছে। মন্দির পুরোপুরি নির্মাণ শেষ হয়নি এবং ভালো মানের হোটেলের অভাব থাকায় ধনী পর্যটকরা আসতে আগ্রহী নন। ফলে বেশিরভাগ পর্যটক সড়কপথে লখনউ থেকে আসা-যাওয়া করছেন। যদিও উত্তরপ্রদেশ সরকার দাবি করেছে যে, এ বছর প্রথম ছ’মাসে ১১ কোটি মানুষ অযোধ্যায় এসেছেন, তবে তাদের মধ্যে বেশিরভাগই সাধারণ তীর্থযাত্রী, যারা বিমানে আসেননি।

শীতকালে পর্যটকদের সংখ্যা বাড়বে বলে আশা করছে উত্তরপ্রদেশ পর্যটন দপ্তর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দীপোৎসবের মতো আয়োজনের মাধ্যমে পর্যটকদের আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন। এছাড়া আগামী বছরের গোড়ায় প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার পর দর্শনার্থীদের অযোধ্যার রামমন্দিরে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে বিমানবন্দরেও যাত্রী বৃদ্ধির আশা করা হচ্ছে।