আগামী মার্চ মাসে মহাশিবরাত্রি এবং হোলির মতো বড় উৎসব আছে। এমন পরিস্থিতিতে আপনার যদি ব্যাঙ্ক সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে ছুটির দিনক্ষণ দেখে আগেভাগে পরিকল্পনা করে রাখবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২২ সালের মার্চের জন্য ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী আগামী মাসে ১৩ দিন ব্যাংকে কোনও কাজ হবে না। এর মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবারের সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে, গোটা দেশে নয়, এর মধ্যে এলাকাভিত্তিক ছুটিও রয়েছে । দেখে নেওয়া যাক ছুটির পূর্ণাঙ্গ তালিকা ।
মার্চ মাসের প্রথম দিন শিবরাত্রি । সেই উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে আগরতলা, আইজল, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, নয়া দিল্লি, পানাজি, শিলং, পাটনা, চেন্নাই ও গ্যাংটকে ।
- ৩ মার্চ ছুটি । লোসারের কারণে গ্যাংটকের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে ।
- ৪ মার্চ চাপচার কুটের কারণে আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে
- ৬ মার্চ রবিবার । সাপ্তাহিক ছুটি ।
আরও পড়ুন: নরমুণ্ড শিকারিরা কিন্তু আজও আছে ! আমাদের দেশেই আছে এই গ্রাম
- ১২ মার্চ মাসের দ্বিতীয় শনিবার । সেকারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক
- ১৩ মার্চ রবিবারে ব্যাঙ্ক বন্ধ থাকবে
- ১৭ মার্চ হোলিকা দহন উপলক্ষে দেরাদুন, কানপুর লখনউ ও রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে
- ১৮ মার্চ দোল বা হোলি । সেকারণে বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, ভূবনেশ্বর, ইম্ফল ও কোচিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক ।
- ১৯ মার্চ হোলি বা ইওয়াসাং উপলক্ষে ভূবনেশ্বর, পাটনা ও ইম্ফল ব্যাঙ্ক বন্ধ রাখা হবে
- ২০ মার্চ রবিবার, ব্যাঙ্কের কাজ বন্ধ
- ২২ মার্চ বিহার দিবস । পাটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ।
- ২৬ মার্চ মাসের চতুর্থ শনিবার । তাই ব্যাঙ্ক বন্ধ ।
- ২৭ মার্চ রবিবার ব্যাঙ্কের কাজ বন্ধ থাকবে ।
আরও পড়ুন: Gurmeet Ram Rahim: যৌন হেনস্তা ও খুনে সাজাপ্রাপ্ত রাম রহিমকে জেড প্লাস নিরাপত্তা দিল হরিয়ানা সরকার