উৎসবের মরসুম ধীরে ধীরে শুরু হওয়ায় দেশের সমস্ত বেসরকারি ও সরকারি ব্যাঙ্কে ছুটির (Bank Holiday) সংখ্যা বাড়ছে। চলতি জুলাই (July) মাসে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ ছিল ছুটির কারণে। অগাস্ট (August) মাসে ১৮টি ব্যাঙ্ক ছুটি রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া (RBI) প্রতি মাসের জন্য একটি ছুটির ক্যালেন্ডার তৈরি করে, যেখানে ব্যাঙ্ক ছুটির দিনগুলি উল্লেখ করা হয়। ওই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে পরিষেবা পাওয়া যাবে না। এইসব ছুটির দিনে সরকারি, বেসরকারি, বিদেশি, সমবায় ও আঞ্চলিক ব্যাঙ্কের সব শাখা বন্ধ থাকে। এছাড়াও ব্যাঙ্কগুলি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে। আগামী মাসে মোট ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
অগস্টের কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, তা দেখে নিন –
- ১ অগস্ট (সোমবার): গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ আছে। সেদিন বৌদ্ধ ধর্মাবলম্বীদের Drukpa Tshe-zi আছে।
- ৭ অগস্ট (রবিবার): সাপ্তাহিক ছুটি।
- ৮ অগস্ট (সোমবার): মহরমের জন্য জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৯ অগস্ট (মঙ্গলবার): মহরমের জন্য আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, হায়দরাবাদ, জয়পুর, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পাটনা, রায়পুর এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১১ অগস্ট (বৃহস্পতিবার): রাখী পূর্ণিমার জন্য আমদাবাদ, ভোপাল, জয়পুর এবং শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১২ অগস্ট (শুক্রবার): রাখী পূর্ণিমার জন্য কানপুর এবং লখনউয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৩ অগস্ট (শনিবার/দ্বিতীয় শনিবার): প্যাট্রিয়ট ডে’র জন্য ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেইসঙ্গে দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
- ১৪ অগস্ট (রবিবার): সাপ্তাহিক ছুটি।
- ১৫ অগস্ট (সোমবার): স্বাধীনতা দিবসের জন্য আগরতলা, আমদাবাদ, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বপর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দরাবাদ, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৬ অগস্ট (মঙ্গলবার): পার্সি নববর্ষের জন্য বেলাপুর, মুম্বই এবং নাগপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: Bundelkhand Expressway: পাঁচ দিন আগে উদ্বোধন মোদীর, আট হাজার কোটির বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়েতে ধস
- ১৮ অগস্ট (বৃহস্পতিবার): জন্মাষ্টমীর জন্য ভুবনেশ্বর, দেরাদুন, কানপুর এবং লখনউয়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ১৯ অগস্ট (শুক্রবার): জন্মাষ্টমীর জন্য আমদাবাদ, ভোপাল, চণ্ডীগড়, চেন্নাই, গ্যাংটক, জয়পুর, জম্মু, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, শিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২০ অগস্ট (শনিবার): শ্রীকৃষ্ণ অষ্টমীর জন্য হায়দরাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২১ অগস্ট (রবিবার): সাপ্তাহিক ছুটি।
- ২৭ অগস্ট (শনিবার): দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৮ অগস্ট (রবিবার): সাপ্তাহিক ছুটি।
- ২৯ অগস্ট (সোমবার): শ্রীমন্ত শংকরদেবের পুণ্যতিথির জন্য গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৩১ অগস্ট (বুধবার): গণেশ চতুর্থীর জন্য আমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, হায়দরাবাদ, মুম্বই, নাগপুর এবং পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: MiG-21: ফের ভেঙে পড়ল বায়ুসেনার ‘ফ্লাইং কফিন’ মিগ-২১ যুদ্ধবিমান, মৃত দুই পাইলট