Bank Will Close 13 Days In May 2022 Check List Here

Bank Holidays: মোট 13 দিন! মে মাসের শুরুতেই টানা 4 দিন বন্ধ ব্যাঙ্ক, সেরে ফেলুন দরকারি কাজ

আর কদিন পরেই শুরু হবে মে মাস। ইতিমধ্যেই মে মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ পেয়েছে। মে মাসে মোট 13 দিন ছুটি হিসেবে রয়েছে। তবে গ্রাহকদের প্রথমেই জেনে রাখতে হবে, এরমধ্যে মে-র শুরুতে টানা 4 দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই জরুরি ব্যাঙ্ক সংক্রান্ত কাজ থাকলে, তা আগেই সেরে ফেলতে হবে। RBI-এর ছুটির তালিকা বলছে, মে মাসের শুরুতেই টানা 4 দিন ছুটি রয়েছে ব্যাঙ্ক।

1 মে থেকে 4 মে টানা ছুটি

RBI-র ছুটির তালিকা বলছে, মে-র প্রথম সপ্তাহেই টানা 4 দিন ছুটি থাকবে ব্যাঙ্কের। মাসের 1 তারিখ রয়েছে মে দিবস। ওইদিন বিশ্ব শ্রম দিবস। ফলে ওইদিন প্রতিবছরই ছুটি থাকে ব্যাঙ্ক। কিন্তু এবার রবিবার পড়ায় ব্যাঙ্ক এমনিতেই বন্ধ রয়েছে।মে মাসের 2 তারিখ রয়েছে পরশুরাম জয়ন্তী। যে কারণে, একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ রয়েছে। মে মাসের 3 তারিখ রয়েছে ঈদ-উল-ফেতর ও মে মাসের 4 তারিখ রয়েছে বাসভা জয়ন্তী। দেশের আলাদা আলাদা রাজ্যে ঈদের ছুটি অন্য রকম হতে পারে। অর্থাৎ মাসের শুরুতেই যে চার দিন এ রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকছে এমনটা মোটেই না। পরশুরাম জয়ন্তীতে সাধারণত এ রাজ্যে ব্যাঙ্ক ছুটি থাকে না। ঈদে ছুটি থাকবে ব্যাঙ্ক।

আরও পড়ুন: Lakhimpur Kheri: মন্ত্রীপুত্রের জামিন বাতিল সুপ্রিম কোর্টে, নির্দেশ আত্মসমর্পণের

এবার দেখে নিন, মে মাসে কোন কোন দিন বন্ধ ব্যাঙ্ক –

তারিখ দিন কোথায় ব্যাঙ্ক বন্ধ
1 মে শ্রম দিবস দেশজুড়ে ছুটি
2 মে মহর্ষি পরশুরাম জয়ন্তী অনেক রাজ্যে ছুটি
3 মে ঈদ-উল-ফিতর কর্ণাটক-সহ বেশিরভাগ রাজ্যে
4 মে ঈদ-উল-ফিতর তেলেঙ্গনা
9 মে গুরু গোবিন্দ জয়ন্তী পশ্চিমবঙ্গ, ত্রিপুরা
14মে মাসের দ্বিতীয় শনিবার দেশজুড়ে ছুটি
16 মে বৌদ্ধ পূর্ণিমা দেশজুড়ে ছুটি
24 মে কাজী নজরুল ইসলামের জন্মদিন সিকিম
28 মে মাসের চতুর্থ শনিবার দেশজুড়ে ছুটি
8 মে রবিবার দেশজুড়ে ছুটি
15 মে রবিবার দেশজুড়ে ছুটি
22 মে রবিবার দেশজুড়ে ছুটি
29 মে রবিবার দেশজুড়ে ছুটি

আরও পড়ুন: উদ্ধবের বাড়ির সামনে লাউডস্পিকারে হনুমান চালিশা পাঠ, ১৪ দিনের জেল হেফাজত সাংসদ-বিধায়ক দম্পতির