BBC Documentary: Pelted with stones to stop us from watching BBC documentary, claim JNU students

BBC Documentary: তথ্যচিত্র দেখানো নিয়ে JNUতে ধুন্ধুমার, আলো নিভিয়ে পড়ুয়াদের উপর পাথর বৃষ্টির অভিযোগ

নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে BBC-র তথ্যচিত্রের (BBC Documentary) স্ক্রিনিং ঘিরে ধুন্ধুমার কাণ্ড দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU)। মঙ্গলবার রাতে ২০০২ গুজরাট হিংসা নিয়ে তৈরি BBC-র এই তথ্যচিত্র স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল SFI। কিন্তু, বামপন্থী এই ছাত্র সংগঠনের অভিযোগ, স্ক্রিনিংয়ের আগেই লোডশেডিং হয়ে যায় ক্যাম্পাসে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়। ফলে প্রোজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র দেখানো সম্ভব হয়নি। কিন্তু, তাতেও পিছু হটেনি পড়ুয়ারা। মোবাইলে-ল্যাপটপেই দেখানো হয় তথ্যচিত্র।

দেশজুড়ে নিষিদ্ধ করা হয়েছে প্রধানমন্ত্রীকে (Narendra Modi) নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র। সোমবারই জে এন ইউ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছিল, ক্যাম্পাসে এই তথ্যচিত্র দেখানো যাবে না। কিন্তু ছাত্র সংসদ বদ্ধপরিকর হয়ে মঙ্গলবার সন্ধেবেলা ছবি (BBC Documentary) প্রদর্শনী শুরু করে। তখনই সমবেত জনতার উপর পাথর ছোঁড়া হয়। একই সময়ে লোডশেডিং হয় ক্যাম্পাসে। দুই ঘটনার জন্যই এবিভিপিকে দায়ী করে ছাত্র সংসদ। বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। প্রাথমিকভাবে পুলিশের সাহায্য চেয়ে ফোন করলেও পুলিশ সাড়া দেয়নি বলেই জানিয়েছেন এক ছাত্র নেতা।

আরও পড়ুন: The Modi Question: মোদীকে নিয়ে বিবিসি-র তথ্যচিত্র, ‘প্রোপাগান্ডা’ বলল ভারতীয় বিদেশমন্ত্রক

লোডশেডিং হয়ে যাওয়ার পরে ফোনেই ছবি দেখা শুরু করেন পড়ুয়ারা। সেই সময়ও তাঁদের উপর পাথর নিয়ে হামলা হয় বলে জানা গিয়েছে। গভীর রাতে ক্যাম্পাস থেকে বেরিয়ে বসন্তকুঞ্জ থানার সামনে জড়ো হন পড়ুয়ারা। কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। দীর্ঘক্ষণ পরে অভিযোগ দায়ের করেন পড়ুয়ারা। তবে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ দায়ের হলেও সেটা এফআইআর নয়। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, তাদের থেকে অনুমতি না নিয়েই এই স্ক্রিনিং হয়েছে। জেএনইউ ছাত্র ইউনিয়নের থেকে রিপোর্ট তলব করা হয়েছে এই মর্মে।