নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে BBC-র তথ্যচিত্রের (BBC Documentary) স্ক্রিনিং ঘিরে ধুন্ধুমার কাণ্ড দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU)। মঙ্গলবার রাতে ২০০২ গুজরাট হিংসা নিয়ে তৈরি BBC-র এই তথ্যচিত্র স্ক্রিনিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল SFI। কিন্তু, বামপন্থী এই ছাত্র সংগঠনের অভিযোগ, স্ক্রিনিংয়ের আগেই লোডশেডিং হয়ে যায় ক্যাম্পাসে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়। ফলে প্রোজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র দেখানো সম্ভব হয়নি। কিন্তু, তাতেও পিছু হটেনি পড়ুয়ারা। মোবাইলে-ল্যাপটপেই দেখানো হয় তথ্যচিত্র।
দেশজুড়ে নিষিদ্ধ করা হয়েছে প্রধানমন্ত্রীকে (Narendra Modi) নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র। সোমবারই জে এন ইউ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছিল, ক্যাম্পাসে এই তথ্যচিত্র দেখানো যাবে না। কিন্তু ছাত্র সংসদ বদ্ধপরিকর হয়ে মঙ্গলবার সন্ধেবেলা ছবি (BBC Documentary) প্রদর্শনী শুরু করে। তখনই সমবেত জনতার উপর পাথর ছোঁড়া হয়। একই সময়ে লোডশেডিং হয় ক্যাম্পাসে। দুই ঘটনার জন্যই এবিভিপিকে দায়ী করে ছাত্র সংসদ। বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। প্রাথমিকভাবে পুলিশের সাহায্য চেয়ে ফোন করলেও পুলিশ সাড়া দেয়নি বলেই জানিয়েছেন এক ছাত্র নেতা।
আরও পড়ুন: The Modi Question: মোদীকে নিয়ে বিবিসি-র তথ্যচিত্র, ‘প্রোপাগান্ডা’ বলল ভারতীয় বিদেশমন্ত্রক