আরও তিন ভারতীয়কে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতিই দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এ বার দেশের দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে এই সম্মান দেওয়ার কথা জানিয়েছেন মোদী।
শুক্রবার প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, কংগ্রেস সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাওকে ভারত রত্ন দিচ্ছে তাঁর সরকার। এর পাশাপাশি ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী তথা লোক দলের প্রতিষ্ঠাতা চৌধরি চরণ সিংহকেও ভারতরত্ন সম্মান দেওয়া হবে। এ ছাড়া এই দুই রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি এক বিজ্ঞানীকেও দেশের সর্বোচ্চ সম্মান প্রাপক হিসাবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তাঁর নাম এমএস স্বামীনাথন। দক্ষিণভারতীয় এই কৃষি বিজ্ঞানীকে ভারতের সবুজ বিপ্লবের অন্যতম রূপকার বলা হয়। তাঁকে এবং একই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী ‘কৃষকপুত্র’ চৌধরি চরণকে (যাঁর জন্মদিনে কৃষক দিবস পালন করা হয় ভারতে, যিনি কৃষকদের স্বার্থে আইন এনেছিলেন। ) মোদী সরকার ভারতরত্ন সম্মানের জন্য মনোনীত করায় প্রশ্ন উঠেছে, মোদী কি লোকসভা ভোটের আগে কোনও সঙ্কেত দিচ্ছেন?
মোদী বলেন, ‘আমাদের সৌভাগ্য, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংজি’কে যে ভারতরত্ন সম্মান প্রদান করা হচ্ছে, সেটা আমাদের সৌভাগ্য। দেশের জন্য উনি যে অতুলনীয় অবদান রেখেছিলেন, সেটার প্রতি সম্মান প্রদান করা হচ্ছে। উনি কৃষকদের অধিকার এবং তাঁদের কল্যাণের জন্য নিজের পুরনো জীবন সমর্পিত করে দিয়েছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হোক বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা বিধায়ক হোক – উনি সর্বদা দেশের উন্নতির জন্য সর্বদা কাজ করে গিয়েছেন।’
তাৎপর্যপূর্ণভাবে মোদীর টুইটে জরুরি অবস্থার বিষয়টি উঠে এসেছে। যে জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে লাগাতার আক্রমণ শানিয়ে এসেছেন মোদী। তিনি বলেন, ‘জরুরি অবস্থার সময় কঠোরভাবে রুখে দাঁড়িয়েছিলেন। আমাদের কৃষক ভাইবোনেদের প্রতি উনি যেভাবে নিজের জীবন সমর্পণ করেছেন এবং জরুরি অবস্থার সময় গণতন্ত্রের প্রতি তাঁর যে অবদান আছে, তা দেশের জন্য অনুপ্রেরণাদায়ক।’
আরও পড়ুন: Padma Awards 2024: পদ্ম সম্মান পাচ্ছেন ১৩২, বাংলা থেকে কজন ? এগিয়ে কোন রাজ্য ?
সবুজ বিপ্লবের ‘জনক’-র বিষয়ে মোদী বলেন, ‘আমাদের দেশের কৃষিক্ষেত্র এবং কৃষকদের কল্যাণের ক্ষেত্রে অভাবনীয় অবদানের জন্য ডক্টর স্বামীনাথন জি’কে যে ভারতরত্ন প্রদান করছে ভারত সরকার, তা অত্যন্ত আনন্দের বিষয়। কঠিন সময় কৃষিক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।’
It is a matter of immense joy that the Government of India is conferring the Bharat Ratna on Dr. MS Swaminathan Ji, in recognition of his monumental contributions to our nation in agriculture and farmers’ welfare. He played a pivotal role in helping India achieve self-reliance in… pic.twitter.com/OyxFxPeQjZ
— Narendra Modi (@narendramodi) February 9, 2024
বৃহস্পতিবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন মোদী। আর যে প্রধানমন্ত্রীর আমলে ভারতের অর্থনীতির রূপ পালটে দিয়েছিলেন মনমোহন, শুক্রবার তাঁকে ভারতরত্ন দেওয়া হল। মোদী বলেন, ‘ভারতের অর্থনীতিকে মজবুত করে তোলার ক্ষেত্রে তাঁর দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যা দেশের সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য শক্তিশালী ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়েছিল।’
শুক্রবার এ বছর দেশের পাঁচজন ভারতরত্ন প্রাপকের নাম ঘোষণা করল কেন্দ্র। কিন্তু এই পাঁচজনের মধ্যে বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা তথা দেশের প্রাক্তন উপ প্রধানমন্ত্রী আডবাণী ছাড়া বাকি চারটিই মরণোত্তর সম্মান। গত বছর সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে বিজ্ঞানী স্বামীনাথনের। নরসিংহ এবং চৌধুরী চরণের মৃত্যু হয়েছে যথাক্রমে ২০০৪ এবং ১৯৮৭ সালে। এর আগে আডবাণীর সঙ্গে বিহারের ১১তম মুখ্যমন্ত্রী কর্পূরি ঠাকুরের নাম ভারতরত্ন প্রাপক হিসাবে ঘোষণা করা হয়েছিল। তাঁর মৃত্যু হয় ১৯৮৮ সালে।
আরও পড়ুন: Rahul Gandhi: ‘মিথ্যে বলছেন, জন্মসূত্রে ওবিসিই নন মোদি’, মোদীর বিরুদ্ধে কেন অভিযোগ রাহুলের?