Bihar Boat Capsized, 18 School Students Missing

Bihar: ৩০ স্কুলপড়ুয়াকে নিয়ে ডুবে গেল নৌকা, নিখোঁজ ১৮ শিশু

মর্মান্তিক দুর্ঘটনা বিহারের (Bihar) মুজফফরপুরে। নৌকাডুবিতে নিখোঁজ ১৮ জন শিশু। একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই নৌকাতে ছিল ৩৪ জন শিশু। তারা প্রতিদিনের মতোই নদী পেরিয়ে স্কুলে যাচ্ছিল। মাঝপথে ঘটে যায় দুর্ঘটনা। ডুবুরি নামিয়ে উদ্ধারকাজ নেমেছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকাজের তদারকি করছেন খোদ মুখ্যমন্ত্রী নীতীশকুমার (CM Nitish Kumar)।

প্রবল বৃষ্টিতে বিহারের (Bihar boat capsized, 18 school students missing) অর্ধেক জেলা বন্যার কবলে। বৃষ্টি থামার লক্ষণ নেই। কয়েক লাখ পরিবার গৃহবন্দি। আশ্রয় শিবিরেরও যেতে হয়েছে কয়েক হাজার পরিবারকে।এরই মধ্যে বৃহস্পতিবার সকালে মুজফ্ফরপুর জেলার মধুপুরের পত্তিঘটে বাগমতী নদীতে একটি নৌকা প্রবল ঢেউয়ে উল্টে যায়। পুলিশ জানিয়েছে, নৌকায় মাঝি বাদে বাকিরা স্কুল পড়ুয়া। মোট ৩৯ জন পড়ুয়া নৌকায় করে স্কুলে যাচ্ছিল। শুরুতে শিশুদের বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রাই। অন্যদিকে খবর পাওয়ামাত্র উদ্ধারকাজে নামে স্থানীয় প্রশাসন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ জন শিশুকে উদ্ধার করা গিয়েছে। বাকি ১৮ শিশুর কোনও খোঁজ মিলছে না।

আরও পড়ুন: By Elections 2023: ইন্ডিয়া-৪, এনডিএ-৩! লোকসভা ভোটের আগে এনডিএকে জোর ধাক্কা ইন্ডিয়া জোটের

নিখোঁজ হওয়া শিশুদের তল্লাশি চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সদস্যরা। নামানো হয়েছে ডুবুরি। এই ঘটনার খবর পেয়ে মুজফফরপুরের জেলা প্রশাসনকে সর রকম ভাবে সহযোগিতার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শিশুদের পরিবারগুলোকেও সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

বিহারে প্রতি বছরই সেপ্টেম্বরে প্রবল বৃষ্টিপাত হয়ে থাকে। মুজফ্ফরপুরেরও বহু এলাকা জলে ডুবে আছে। অনেক জেলাতেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মুজফ্ফরপুরের স্কুলটি চালু আছে। অন্য দিনের মতোই নৌকায় নদী পেরিয়ে স্কুলে যাচ্ছিল ছেলেমেয়েরা।

আরও পড়ুন: Parliament Special Session: সোমবার সংসদের বিশেষ অধিবেশন, রবিতে সর্বদল বৈঠক ডাকল মোদী সরকার