মহারাষ্ট্রে আতঙ্ক বাড়াচ্ছে বার্ড ফ্লু। যা নিয়ে উদ্বিগ্ন মহারাষ্ট্র প্রশাসন। সম্প্রতি থানের একটি পোল্ট্রি ফার্মে ১০০টির বেশি মুরগি মারা গেছে। ওই সমস্ত মুরগিগুলির শরীরে বার্ড ফ্লু ভাইরাসের খোঁজ মেলার পরে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় জেলা প্রশাসন। বার্ড ফ্লু ছড়িয়ে পড়া রোধে আগামী কয়েক দিনের মধ্যে ২৫ হাজার পোল্ট্রি পাখি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে থানে জেলা প্রশাসন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এমনটাই জানা গিয়েছে।
সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েক সপ্তাহ ধরেই মহারাষ্ট্রের থানে জেলায় পাখির মড়ক শুরু হয়েছে। সম্প্রতিই ভেহলোলি গ্রামে একসঙ্গে একশোরও বেশি মুরগির মৃত্যু হয়। এরপরই থানের জেলাশাসক রাজেশ জে নারভেকর জেলা পশুপালন দফতরকে মৃত পাখিদের নমুনা পুণের ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেন। নমুনা পরীক্ষায় এইচ৫এন১ ইনফ্লুয়েঞ্জা (H5N1 Influenza) ভাইরাসের খোঁজ মেলে।
আরও পড়ুন: অভিশপ্ত জন্মদিন! বাবা-মা ব্যস্ত অতিথি আপ্যায়নে, গরম ডালের বাটিতে পড়ে মৃত্যু শিশুর
থানে জেলা পরিষদের চিফ এক্সেকিউটিভ অফিসার ডঃ ভাউসাহেব দাঙ্গদে জানান, মৃত পাখিদের নমুনায় এইচ৫এন১ ইনফ্লুয়েঞ্জার খোঁজ মিলেছে। বার্ড ফ্লু সংক্রমণ রুখতেই ওই খামারের কয়েক কিলোমিটারের মধ্য সমস্ত পাখি মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মৎসপালন ও পশুপালন মন্ত্রককেও বার্ড ফ্লু সংক্রমণ নিয়ে জানানো হয়েছে। যে সমস্ত খামারের পাখি মেরে ফেলা হবে, তাদের মালিকদের যথাযথ ক্ষতিপূরণও দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মহারাষ্ট্রের পশুপালন বিভাগের কমিশনার শচীন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন এ বিষয়টি জানার পর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেইসঙ্গে পোল্ট্রি চাষীদেরও সচেতন করা হচ্ছে। তবে আতঙ্কের কোনও কারণ নেই বলে তিনি আশ্বস্ত করেছেন।
আরও পড়ুন: এক ধাক্কায় ৩ থেকে ১০ শতাংশ! এবার দাম বাড়ল সার্ফ, গায়ে মাখা ও বাসন মাজা সাবানের