ইন্ডিয়া (INDIA) জোট গঠনের পর এটাই ছিল প্রথম পরীক্ষা। আর সেই পরীক্ষাতে ভালমতোই উতরে গেল প্রস্তাবিত বিরোধী জোট। প্রথম রাউন্ডে ৭ আসনের মধ্যে ৪টি গেল বিরোধীদের দখলে। আর ৩টি গেল বিজেপির (BJP) দখলে। অর্থাৎ প্রথম রাউন্ডের ফল ৪-৩। ইন্ডিয়া জোটের এই ফলাফলকে বড় জয় হিসাবে বর্ণনা করলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার দিল্লি উড়ে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”এটা ইন্ডিয়া টিমের বড় জয়। এভাবেই মানুষ আস্তে আস্তে সিদ্ধান্ত নিক, আমি এটাই চাই।” মমতা বলেন, “৭টার মধ্যে ৪টি আমরা জিতেছি। ওরা যে তিনটে জিতেছে তার মধ্যে ত্রিপুরাতেই দুটো। ত্রিপুরার ফল নিয়ে আমার কোনও মাথাব্যাথা নেই। বাকি জায়গায় আমরা ভাল করেছি।”
গত ৫ সেপ্টেম্বর মোট ৬ রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রে (Assembly Elections) উপনির্বাচন ছিল। এর মধ্যে ত্রিপুরার ২ আসনে দুটিই বিপুল ব্যবধানে জিতেছে বিজেপি। ত্রিপুরা ছাড়া বিজেপি আরেকটা আসন জিতেছে উত্তরাখণ্ডে। ওই আসনটি বিজেপিরই দখলে ছিল। সেখানে এবারে মাত্র ২৪০৫ ভোটে কংগ্রেসকে হারিয়েছে বিজেপি। দেশের ৭ আসনের উপনির্বাচনের বিজেপি জয়যাত্রা এখানেই শেষ।
আরও পড়ুন: Aditya L1 Mission Launch: বাকি আর কয়েক মিনিট, তারপরই সূর্যের দিকে পাড়ি দেবে আদিত্য L1
বাকি ৪ আসনে জিতেছে বিরোধীরা। এর মধ্যে এরাজ্যে বিজেপির শক্ত ঘাঁটি ধূপগুড়ি ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তাৎপর্যপূর্ণভাবে যোগীর গড় উত্তরপ্রদেশেও ঘোসি আসনটি ছিনিয়ে নিয়েছে ইন্ডিয়া জোটের সঙ্গী সমাজবাদী পার্টি।ঝাড়খণ্ডের দুমড়ি আসনটি দখল করেছে সেরাজ্যের শাসকদল জেএমএম। বিজেপির জোটসঙ্গী আজসু পার্টিকে হারিয়েছে হেমন্ত সোরেনের দল। এছাড়া কেরলের পুথুপল্লি আসনটি দখল করেছে কংগ্রেস (Congress)। সিপিএমকে সেখানে প্রায় ৩৮ হাজার ভোটে হারিয়েছেন কংগ্রেসের চান্ডি ওমেন। বিজেপি ওই কেন্দ্রে জামানত খুইয়েছে।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী-সহ বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা বরাবরই বলে আসছেন, বিরোধী ভোটে একজোট হলে বিজেপির ভোটে জেতা অসম্ভব। তবে রাজনৈতিক মহলের বক্তব্য, জোটের নিজেকে প্রমাণ করতে হবে উত্তরপ্রদেশে। সেখানে দলের পাশাপাশি ভোটে কাজ করে জাতপাতের অঙ্ক। সেই জায়গাটা বিরোধীরা সমাধান করতে পারলে কিছু করা সম্ভব।