Cap from Uttarakhand, stole from Manipur: In Narendra Modi’s Republic Day parade attire lies subtle political messaging

উত্তরাখণ্ডের টুপি, মণিপুরের উত্তরীয়! প্রজাতন্ত্র দিবসে ভোটমুখী মোদীর সাজ

গণতন্ত্র দিবসের (Republic Day) দিনে ভিন্ন সাজে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi)। কুচকাওয়াজের অনুষ্ঠানে মোদী পড়েছিলেন উত্তরাখণ্ডের টুপি। সেই টুপিতে ছিল ব্রহ্মকমল ফুল। এছাড়াও মোদী এদিন মণিপুরের গামছা জড়িয়ে ছিলেন।

আগামী ১৪ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডে ভোট৷ আর ২৭ ফেব্রুয়ারি ভোট মণিপুরে৷ তার আগে এই দুই রাজ্যের পোশাকে প্রধানমন্ত্রী সাজায় তার পিছনে স্পষ্ট ভোটের অঙ্ক দেখছে রাজনৈতিক মহল৷

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিতেই মিলল ইনাম! ২০১৪ সালের পর প্রথম মুসলিম প্রার্থী যোগীরাজ্যে

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিশ্বের সামনে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। ধামি টুইটে লেখেন, “আজ, ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রহ্ম কমল দ্বারা সজ্জিত দেবভূমি উত্তরাখণ্ডের টুপি পরে আমাদের রাজ্যের সংস্কৃতি এবং ঐতিহ্যকে গর্বিত করেছেন। প্রধানমন্ত্রীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।” মণিপুরী স্টোল পরার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংও।

গত বছর জামনগর রাজ পরিবারের উপহার দেওয়া হালারি পাঘ নামের রাজ পাগড়ি পরে ২৬ জানুয়ারির অনুষ্ঠানে এসেছিলেন প্রধানমন্ত্রী৷ তার সঙ্গে ছিল মানানসই ছাই রংয়ের জ্যাকেট ও ক্রিম রংয়ের শাল৷ ২০২০ সালের প্রজাতন্ত্র দিবেসর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মাথায় গেরুয়া রংয়ের পাগড়ি দেখা গিয়েছিল৷ তার আগের বছর হলদেটে কমলা রংয়ের পাগড়ি পরেছিলেন তিনি৷

আরও পড়ুন: Blast in Rail Track: ধানবাদ-গয়া শাখায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার মাওবাদী পোস্টার