গতকাল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছত্তিশগড়ে বিয়েতে উপহার পাওয়া মিউজিক সিস্টেমে বিস্ফোরণে মৃত্যু হয়েছে সদ্য বিবাহিত যুবক এবং তাঁর দাদার। শুরুতে ধন্দ থাকলেও মঙ্গলবার রাতের মধ্যেই বিস্ফোরণ-রহস্য উন্মোচন করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ দেখে হোম থিয়েটার চালানোর সময় বিস্ফোরণটি ঘটে। সেই হোম থিয়েটারটি পরীক্ষা করে দেখা যায়, তাতে বিস্ফোরক ভরতি ছিল। এই হোম থিয়েটারটি নববিবাহিত স্ত্রীর প্রাক্তন প্রেমিক উপহার দিয়েছিল। এই আবহে সেই প্রাক্তন প্রেমিককে গ্রেফতার করা হয়। অভিযুক্তের নাম সরয়ূ।
মৃত যুবকের নাম হেমেন্দ্র মেরাওয়ি (২২)। ১ এপ্রিল তাঁর বিয়ে হয়েছিল। বিয়েতে বিশাল একটি মিউজিক সিস্টেম উপহার পেয়েছিলেন নবদম্পতি। সোমবার উপহার পাওয়া মিউজিক সিস্টেমে গান শুনতে চান পরিবারের সদস্যরা। সেই মতো বিদ্যুতের বোর্ডে প্লাগ গুঁজে সুইচ টিপতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় হেমেন্দ্রর। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় হেমেন্দ্রর দাদা-সহ ৫ জনকে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় দাদা রাজকুমারের (৩০)। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন দেড় বছর বয়সি এক শিশু-সহ আরও চারজন। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। কী করে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে ধন্দে ছিলেন তাঁরা। তবে তদন্তে নেমে উপহারের তালিকা খতিয়ে দেখতেই বিষয়টি জলের মতো স্পষ্ট হয়ে যায়।
আরও পড়ুন: Covid 19 India: জ্বর হলেই অ্যান্টিবায়োটিক নয়, কোভিড উদ্বেগের মাঝে নির্দেশিকা কেন্দ্রের
আগেই অবশ্য মিউজিক সিস্টেমে বিস্ফোরক পেয়েছিল ফরেন্সিক বিশেষজ্ঞরা। এর ফলে দুইয়ে দুইয়ে চার হয়। কারণ ওই বড়সড় উপহারটি দিয়েছিলেন সদ্য বিবাহিতা তরুণীর প্রাক্তন প্রেমিক। এরপরই সরজু নামের ওই যুবককে চিহ্নিত করে গ্রেপ্তার করে পুলিশ। কবীরধামের অতিরিক্ত পুলিশ সুপার মণীশ ঠাকুর জানিয়েছেন, পুলিশি জেরায় যুবক স্বীকার করেছেন, প্রেমিকা বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন তিনি। বদলা নিতেই মিউজিক সিস্টেমে বিস্ফোরক ভরে উপহার দিয়েছিলেন।
তবে সে কোথা থেকে বিস্ফোরক পেল এবং হোম থিয়েটারে কীভাবে এই বিস্ফোরক সে ভরল, তা জানতে অভিযুক্তকে জেরা করছে পুলিশ। তার সঙ্গে এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: Mughal History: মুঘল ইতিহাস পড়বে না পড়ুয়ারা, সিদ্ধান্ত যোগী সরকার ও NCERT-র