chief justice of india: Justice Sanjiv Khanna takes over as 51st Chief Justice of India

chief justice of india: দেশের ৫১ তম প্রধান বিচারপতি, শপথ নিলেন সঞ্জীব খান্না

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন সঞ্জীব খান্না। রাষ্ট্রপতি ভবনে সোমবার শপথগ্রহণ হল ভারতের ৫১ তম প্রধান বিচারপতির। এর আগে প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়েছে রবিবার ১০ নভেম্বর। তারপরের দিন সোমবার সপ্তাহের শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব বুঝে নিলেন সঞ্জীব খান্না।

সোমবার রাষ্ট্রপতি ভবনে প্রধান বিচারপতি শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছিলেন এদিনের অনুষ্ঠানে। ছিলেন বিদায়ী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করা হয়। তার পর ২৪ অক্টোবর সেই প্রস্তাবে সিলমোহর দেয় কেন্দ্র। অবশেষে ১১ নভেম্বর প্রধান বিচারপতি পদে শপথ নিলেন সঞ্জীব।

তবে শপথ নেওয়ার আগেই দেশের প্রধান বিচারপতির জীবন থেকে বাদ পড়েছে সাধের প্রাতঃভ্রমণ। আসলে প্রতিদিন সকালে উঠে কয়েক কিলোমিটার হাঁটা বিচারপতি খান্নার দীর্ঘদিনের অভ্যেস। রোজ সকালে দিল্লির লোধী গার্ডেন এলাকার মুক্ত বাতায়নে কয়েক কিলোমিটার হাঁটতেন তিনি। কিন্তু প্রধান বিচারপতি হওয়ার পরে ‘বিখ্যাত’ হয়ে নিরাপত্তার কড়াকড়ি বেড়েছে। ফলে বন্ধ হয়েছে মর্নিং ওয়াক। সেই সঙ্গে নতুন প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, বরাদ্দ বাংলো তিনি নেবেন না। পুরনো বাসভবন থেকেই কাজ চালিয়ে যাবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকাল ১০ টায় বিচারপতি সঞ্জীব খান্নাকে শপথ বাক্য পাঠ করালেন। নতুন বিচারপতি থাকবেন মাত্র ছয় মাস। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে আগামী বছর ২০২৫ এর ১৩ মে।