Child Suffers Brain Injury, CCTV Shows Babysitter Threw Him: Gujarat Cops

মাথায় আঘাত, চড়! আয়ার অত্যাচারে ICU-তে ভরতি আট মাসের শিশু

ক্রমাগত চড়-থাপ্পড়। বিছানায় মাথা ঠেসে ধরে কান্না থামানোর চেষ্টা। আট মাসের শিশুর উপর আয়ার অত্যাচারের এমন নৃশংস দৃশ্য দেখে সিসিটিভি ফুটেজে দেখে স্তম্ভিত বাবা, মা। গুজরাতের সুরত জেলার রান্দার পালানপুর পাটিয়ায় ঘটনাটি ঘটেছে। মস্তিষ্কে রক্তক্ষরণ বর্তমানে নিয়ে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ওই শিশু।

সুরাটের (Surat)পালানপুর পাটিয়া এলাকার বাসিন্দা ৮ মাসের শিশুর পরিবার। মা, বাবা দু’জনই চাকরিজীবী। তাই সন্তানকে দেখভালের জন্য এক পরিচারিকাকে নিয়োগ করেছিলেন মাস তিনেক আগে। জানা গিয়েছে, প্রতিবেশীরা অভিযোগ করেন, প্রায়শয়ই বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচি শোনা যাচ্ছে। তাতে সতর্ক হয়েই অভিভাবকরা বাড়িতে সিসিটিভি বসান। বাচ্চা এবং তার পরিচারিকার উপর নজরদারির জন্য। তাতেই ধরা পড়ে পরিচারিকার নৃশংস অত্যাচার।

আরও পড়ুন: Union Budget: ডিজিটাল মুদ্রা আনবে RBI, ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ে ৩০ শতাংশ কর

ভিডিয়োতে দেখা গিয়েছে অভিযুক্ত আয়া কোমল চন্দলেকর কান্না থামাতে বাচ্চার মাথা বিছানায় অনেক ক্ষণ ধরে ঠেসে ধরে রয়েছেন কোমল। শিশুকে ক্রমাগত চড়-থাপ্পড়, মাথার চুল ধরে টানতেও দেখা গিয়েছে বলে অভিযোগ বাবা, মায়ের। ভিডিয়ো ফুটেজ দেখেই ওই আয়ার বিরুদ্ধে রান্দার থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন ওই শিশুর বাবা মিতেশ পটেল। ওই অভিযোগের ভিত্তিকে কোমলকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ৫ বছরের বিবাহিত জীবন অভিযুক্ত পরিচারিকা কোমলের। কিন্তু কোনও সন্তানাদি হয়নি। তাই বাচ্চাদের দেখভালের কাজ করেন ভালবেসেই। পুলিশের অনুমান, নিজের হতাশা থেকেই ছোটদের উপর এহেন অত্যাচার করে ফেলেছে।

আরও পড়ুন: Statue of Equality: শ্রীরামানুজাচার্যের ২১৬ ফুট উঁচু মূর্তির উন্মোচনে মোদী, জানুন এই মূর্তি সম্পর্কে