Congress president election: Mallikarjun Kharge to file nomination

Congress: সভাপতি নির্বাচনে ‘নাটক’ অব্যাহত, মনোনয়ন জমা দেবেন মল্লিকার্জুন খাড়গে!

গ্রেসের সভাপতি (Congress President) নির্বাচন নিয়ে নাটক অব্যাহত। এবার নাটকের নতুন অঙ্কে প্রবেশ করলেন মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। শুক্রবার দুপুরের পরই তাঁর মনোনয়ন দেওয়ার কথা। আর যদি সত্য়িই তাই হয়, তাহলে দিগ্বিজয় সিং (Digvijaya Singh) হয়তো মনোনয়ন জমা দেবেন না। বৃহস্পতিবার গেহলট সভাপতির দৌড় থেকে সরে দাঁড়ানোর পর মনে করা হচ্ছিল দিগ্বিজয় সিং ও শশী থারুরের মধ্যেই লড়াইটা থাকবে। কিন্তু শুক্রবারই ফের পরিস্থিতি বদলে গেল।

অথচ গতকালই নিজের প্রার্থীপদের বিষয়ে নিশ্চিত করেছিলেন দিগ্বিজয়। শশী থারুরের সঙ্গে দেখা করে ‘বন্ধুপূর্ণ লড়াই’-এর বার্তাও দেন। এরই মাঝে তিনি বলেছিলেন, ‘নেহেরু-গান্ধী পরিবারই আমাদের নেতা থাকবে চিরকাল।’ কিন্তু গান্ধী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও দিগ্বিজয়কে নিয়ে সংশয় ছিল বহু নেতার মনেই। অনেক ক্ষেত্রেই আলটপকা মন্তব্য করে বিতর্কে জড়ানো দিগ্বিজয়ের স্বভাব।

আরও পড়ুন: Ankita Bhandari: প্রমাণ মুছতেই ভাঙা হল বিজেপি নেতার ছেলের রিসর্ট, অভিযোগ পরিবারের

এই পরিস্থিতিতে সামনে আসে মল্লিকার্জুন খড়গের নাম। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে গান্ধীদের ‘সমর্থনে’ মনোনয়ন পেশ করতে পারেন বলে শোনা যাচ্ছে। এই আবহে দিগ্বিজয় এই লড়াই থেকে সরে দাঁড়ালেন। এর আগে আজ সকালে খড়গের সঙ্গে ফের একবার দেখা করেন দিগ্বিজয় সিং। তারপরই জানা যায়, সভাপতি পদের জন্য লড়বেন না দিগ্বিজয়।

এদিকে শুক্রবারই মনোনয়ন জমা দেওয়ার কথা শশী থারুরের। এদিন সকালে তাঁকে রাজঘাটে পৌঁছতে দেখা যায়। তাঁর কথায়, ”যখন আপনি কোনও দৌড়ে নাম দেন, আপনি জানেন এতে অনিশ্চয়তা রয়েছে। কিন্তু আপনাকে এই আত্মবিশ্বাসটা রাখতেই হয় যে, শেষ পর্যন্ত সব কিছু আপনার অনুকূলেই ঘটবে।” খাড়গের মনোনয়ন জমা দেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তাঁর বক্তব্য, যত বেশি প্রার্থী নির্বাচনে লড়বেন ততই ভাল। তিনি বর্ষীয়ান নেতাকে স্বাগত জানান।

আরও পড়ুন: Video: এরপর তো তুমি কন্ডোম চাইবে! ছাত্রী সস্তায় স্যানিটারি ন্যাপকিন চাইতেই ফুঁসে উঠলেন আমলা